প্যান-আধার নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করলো অর্থ মন্ত্রণালয়। প্যান-আধার ছাড়া আজ থেকেই করতে পারবেন না বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ। প্রসঙ্গত ৩১শে মার্চ অর্থ মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারি করে। উক্ত নির্দেশিকা অনুযায়ী প্যান-আধার কার্ড ছাড়া আপনি বেশকিছু সরকারি স্কিমে বিনিয়োগ করতে পারবে না।
গত শুক্রবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), পোস্ট অফিস সেভিংস স্কিম, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (SCSS) ইত্যাদির মতো স্কিম গুলিতে বিনিয়োগ করার জন্য এখন থেকে প্যান কার্ড ও আধার কার্ড এই দুটিরই প্রয়োজন হবে।
FY 2023-24: আজ থেকে বদলে যাচ্ছে এই ৭টি নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে
প্রসঙ্গত এত দিন পর্যন্ত এই স্কিম গুলিতে প্যান কার্ড ও আধার কার্ড ছাড়াই বিনিয়োগ করা যেত। তবে পয়লা এপ্রিল ২০২৩ থেকে এই নিয়ম বদলে যাচ্ছে, এখন উক্ত স্কিম গুলিতে বিনিয়োগ করার জন্য এখন থেকে প্যান-আধার বাধ্যতামূলক করা হয়েছে।
তবে এবিষয়ে আপনি যদি ইতিমধ্যেই আধার কার্ড ছাড়া এই স্কিমে গুলিতে বিনিয়োগ করে দেন তাহলে কি করবেন?
Aadhaar Card Update: ১০ বছর পুরনো আধার কার্ড কি বন্ধ হতে চলেছে? কি বলছে UIDAI
এবিষয়ে যদি কোনও বিনিয়োগকারী ইতিমধ্যেই এই স্কিমে গুলিতে আধার নম্বর ছাড়াই বিনিয়োগ করে থাকেন, তাহলে ১লা এপ্রিল ২০২৩ থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে বিনিয়োগ করা স্কিমে আধার কার্ড আপডেট করতে হবে।
প্যান কার্ড ছাড়া এই স্কিমে গুলিতে বিনিয়োগ করে থাকলে কি করতে হবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যদি কোনও ব্যক্তি প্যান ছাড়া উক্ত স্কিমে বিনিয়োগ করে থাকেন তাহলে তাকে আগামী ছয় মাসের মধ্যে প্যান কার্ডের তথ্য জমা করতে হবে।
সময়ের মধ্যে প্যান-আধার আপডেট না করতে পারলে কি হবে?
এবিষয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে সময়ের মধ্যে প্যান-আধারের তথ্য আপডেট না করতে পারলে বিনিয়োগকারীর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে।
তারা কি করবে যাদের কাছে আধার কার্ড নেই?
Delink PAN-Aadhaar: প্যান-আধার লিঙ্কে এই ভুলটি থাকলেই করতে হবে প্যান-আধার ডিলিঙ্ক, দেখে নিন পদ্ধতি
অর্থ মন্ত্রণালয় দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের কাছে আধার কার্ড নেই তাদেরকে আধার তালিকাভুক্তির আবেদনের প্রমাণ পত্র জমা করতে হবে।