বর্তমান দিনের সবথেকে গুরুত্বপূর্ণ সরকারি নথির মধ্যে একটি নথি হচ্ছে আধার কার্ড। বর্তমানে ভোটার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে ব্যাঙ্কের খাতা সর্বত্রেই প্রয়োজন হয় এই আধার কার্ডের। তাই সকলেই তার আধার কার্ডকে সুরক্ষিত এবং সক্রিয় রাখার চেষ্টা করে। তবে গত কয়েকদিন ধরেই অনেকেই বলছে যে ১০ বছর পুরনো আধার কার্ড আপডেট না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে আধার কার্ড। কিন্তু আসলেই কি বন্ধ হতে চলেছে আপনার আধার কার্ড। জেনে নিন আসল সত্য।
প্রসঙ্গত কিছু দিন আগে আধার সংস্থা UIDAI একটি বিজ্ঞপ্তি জারি করে ১০ বছর আগে তৈরী করা এমন আধার কার্ড যা এখন পর্যন্ত একবারও আপডেট করা হয়নি সেই আধার কার্ড গুলিকে আপডেট করার পরামর্শ দিয়েছে। UIDAI দ্বারা জারি করা এই বিজ্ঞপ্তির কারণেই অনেকে ভাবছেন যে ১০ বছর পুরনো আধার কার্ডকে UIDAI বন্ধ করতে চলেছে।
তবে এবিষয়ে UIDAI স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ১০ বছর পুরনো আধার কার্ডকে আপডেট না করলে বন্ধ হবে না আপনার আধার কার্ড। এবিষয়ে UIDAI একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে ১০ বছর আগে তৈরী করা এমন আধার কার্ড যা এখন পর্যন্ত একবারও আপডেট করা হয়নি তা বর্তমানে আপডেট করা বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনি এখন আপনার ১০ বছর পুরনো আধার কার্ডকে আপডেট না করলেই কোনও সমস্যা হবে না।
তবে আধার কার্ড আপডেট করার বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছে যে, ১০ বছর পুরনো আধার কার্ডকে আপডেট করে নেওয়া উচিত। কারণ পুরনো আধার কার্ডের কারণে আপনি বিভিন্ন ধরণের সমস্যায় পড়তে পারেন। ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশান, এড্রেস ভেরিফিকেশান ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে সমস্যা আসতে পারে।
উক্ত কারণ গুলি ছাড়াও আপনাকে আপনার আধার কার্ড আপডেট করে নেওয়া উচিত। কারণ বর্তমানে আধার কার্ড আপডেট করার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আধার সংস্থা। প্রসঙ্গত UIDAI তিন মাসে জন্য অনলাইনের মাধ্যমে আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করার প্রক্রিয়াটিকে ফ্রি করে দিয়েছে। অর্থাৎ ১৪ই জুন পর্যন্ত আপনি বিনামূল্যে অনলাইনের মাধ্যমে আধার আপডেট করতে পারবেন।
এবিষয়ে জানিয়েদি যে, এই সুবিধাটি শুধু মাত্র ১৪ই জুন পর্যন্ত ফ্রি থাকবে ১৪ই জুনের পর আপনাকে অনলাইনের মাধ্যমে আধার আপডেট করতে গেলে ২৫ টাকা করে দিতে হবে।
বর্তমানে বিনামূল্যে বাড়িতে বসে আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে https://myaadhaar.uidai.gov.in/ পোর্টালে গিয়ে লগইন করতে হবে। লগইন করে Document Update বিকল্পে গিয়ে আপনি আপনার আধার কার্ডের পরিচয় এবং ঠিকানার ডকুমেন্ট আপডেট করতে পারবেন। এবিষয়ে ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতিটি দেখার জন্য নিচের প্রতিবেদনটি পড়ুন।
তবে আপনি যদি নিজে থেকে অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট না করতে পারেন তাহলে আপনি আধার কেন্দ্রে গিয়ে ৫০ টাকা ফি দিয়ে এই কাজটি করতে পারেন।
🔥 Delink PAN-Aadhaar: প্যান-আধার লিঙ্কে এই ভুলটি থাকলেই করতে হবে প্যান-আধার ডিলিঙ্ক, দেখে নিন পদ্ধতি