Bank Holiday: বছরের শুরুতেই ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন জানুয়ারি ২০২৪ এর ব্যাংকের ছুটির তালিকা

আর মাত্র কয়েক দিন তার পরেই শুরু হচ্ছে নতুন ক্যালেন্ডার। বছরের শুরুতেই দেশ জুড়ে মোট ১৬ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক (Bank Holiday)। জানুয়ারি ২০২৪ শে ব্যাংকের যাওয়ার আগে অবশ্যই দেখেনিন এই মাসে কবে কবে ব্যাংকের ছুটি থাকছে। নাহলে ছুটির দিনে ব্যাংকে গিয়ে শিকার হতে হবে হয়রানির।

জানুয়ারি ২০২৪ এর ব্যাংকের ছুটির তালিকা

শনি-রবিবার ও উৎসব অনুষ্ঠানের ছুটি মিলিয়ে এই মাসে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এক্ষেত্রে দেশের ভিন্ন ভিন্ন জোনের ভিন্ন ভিন্ন উৎসব অনুষ্ঠানের জেরে ছুটির দিন গুলি নির্ধারিত করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) জানুয়ারি ২০২৪ এর ছুটির দিন গুলি নিম্নরূপ:

  • পয়লা জানুয়ারি, সোমবার নতুন বছরের দরুন সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৭ই জানুয়ারি, রবিবারের দরুন সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১১ই জানুয়ারি, বৃহস্পতিবার মিশনারি ডের কারণে মিজোরাম জোনের সমস্ত ব্যাংকে ছুটি থাকবে।
  • ১২ই জানুয়ারি, শুক্রবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে কলকাতা জোনের ব্যাঙ্ক গুলিতে ছুটি থাকবে।
  • ১৩ই জানুয়ারি, মাসের দ্বিতীয় শনিবারের জেরে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৪ই জানুয়ারি, রবিবারের দরুন সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৫ই জানুয়ারি, সোমবার পোঙ্গল/তিরুভাল্লুভার দিবস উপলক্ষে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের ব্যাংকে ছুটি থাকবে।
  • ১৬ই জানুয়ারি, মঙ্গলবার মকর সংক্রান্তি ও টুসু পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ ও আসামের ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে।
  • ১৭ই জানুয়ারি, বুধবার গুরু গোবিন্দ সিং জয়ন্তী উপলক্ষে সারা দেশে ব্যাংকের ছুটি থাকবে।
  • ২১শে জানুয়ারি, রবিবারের দরুন সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৩শে জানুয়ারি, মঙ্গলবার নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে ব্যাংকের ছুটি থাকবে।
  • ২৫শে জানুয়ারি,বৃহস্পতিবার হিমাচলের রাজ্য দিবস উপলক্ষে হিমাচল প্রদেশের ব্যাঙ্ক গুলিতে ছুটি থাকবে।
  • ২৬শে জানুয়ারি, শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশ জুড়ে ব্যাংকের ছুটি থাকবে।
  • ২৭শে জানুয়ারি, মাসের চতুর্থ শনিবারের দরুন সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৮শে জানুয়ারি, রবিবারের দরুন দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৩১শে জানুয়ারি, বুধবার মে-ডাম-মে-ফি উৎসবের দরুন আসামের ব্যাঙ্ক গুলিতে ছুটি থাকবে।

এটাও পড়ুন Income Tax Recruitment: আয়কর বিভাগে চলছে বিপুল সংখ্যাই নিয়োগ, আবেদন করুন অনালাইনে

জানুয়ারি ২০২৪শে পশ্চিমবঙ্গের ব্যাংকের ছুটি

আরবিআই (RBI) দ্বারা জারি করা উক্ত ছুটির তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে (West Bengal Bank Holiday) জানুয়ারি মাসে মোট ১২ দিন ব্যাংকের ছুটি থাকবে। এই দিন গুলি হলো: পয়লা জানুয়ারি, ৭ই জানুয়ারি, ১২ই জানুয়ারি, ১৩ই জানুয়ারি, ১৪ই জানুয়ারি, ১৬ই জানুয়ারি, ১৭ই জানুয়ারি, ২১শে জানুয়ারি, ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি, ২৭শে জানুয়ারি এবং ২৭শে জানুয়ারি।

জানিয়েদি যে, এই দিন গুলিতে শুধুমাত্র ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে। গ্রাহকরা অনলাইন পেমেন্ট, UPI, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির সুবিধা রীতিমতো নিতে পারবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment