আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা। প্যান-আধার লিঙ্ক করার বিষয়ে বর্তমানে দেশ জুড়ে ব্যাস্ত রয়েছে বহু মানুষ। তবে এই ব্যাস্ততার মধ্যেই হতে পারে বড়সড় ভুল। প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে অন্য কারোর আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ড লিঙ্ক হয়ে গেলেই পরবেন বিরাট সমস্যায়।
এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, অনেক সময় টেকনিক্যাল ফল্ট এর কারণে আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যেতে পারে। এছাড়া অনেকেই নিজে থেকে প্যান-আধার লিঙ্ক না করে অন্য কাউকে দিয়ে প্যান-আধার লিঙ্ক করেছে। যার কারণে ভুল আধারের সঙ্গে প্যানের লিঙ্ক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ভবিষ্যতের সমস্যা এড়াতে হাতে সময় থাকাকালীন দেখে নেওয়া উচিত যে আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেছে কি না।
কীভাবে বুঝবেন যে আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে রয়েছে?
আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে না কি জানার জন্য আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েব পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/ ভিসিট করতে হবে।
আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েব পোর্টালের Quick Links শ্রেণীর অন্তর্গত Link Aadhaar Status বিকল্পে যেতে হবে। এরপর আপনার মোবাইলে একটি ফর্ম আসবে।
উক্ত ফর্মে আপনার প্যান নম্বর এবং আপনার আধার নম্বর দিয়ে View Link Aadhaar Status এ ক্লিক করতে হবে। এর পর আপনার মোবাইলে একটি বার্তা দেখাবে, ওই বার্তায় যদি “Your PAN … is already linked to given Aadhaar …” লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার প্যান কার্ড আপনার আধার কার্ডের সাথেই লিঙ্ক আছে। তবে ওই বার্তায় যদি “Your PAN … is linked to some other Aadhaar” লেখা থাকে তাহলে বুঝবেন আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে রয়েছে।
এবিষয়ে আপনার প্যান কার্ড যদি অন্য কারোর আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যায় তাহলে আপনি আয়কর বিভাগের সাথে যোগাযোগ করে এই ভুলটা ঠিক করে নিতে পারেন। আমার এবিষয়ে ভুল প্যান-আধার লিঙ্ককে কীভাবে ডিলিঙ্ক করবেন তার পদ্ধতিটি অতি শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করবো।
🔥 প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে অনেকেই করছে এই ভুল, যার কারণে ১০ হাজার টাকার জরিমানা সহ জেলও হতে পারে।