SAIL Recruitment 2024: মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য চাকরির দুর্দান্ত সুযোগ, স্টিল অথোরিটিতে চলছে বিপুল সংখক নিয়োগ

মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া। গত ২৯শে ডিসেম্বর SAIL এর অফিসিয়াল পোর্টাল থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, এটেনডেন্ট এবং অপারেটরের একধিক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ ড্রাইভ সম্পর্কে।

SAIL এটেনডেন্ট এবং অপারেটরের শূন্যপদের বিবরণ

জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান ট্রেনি পদের মোট ৪০টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই ৪০টি শূন্যপদের মধ্যে ফিটারের ৬টি পদে, ইলেক্ট্রিশিয়ানের ১২টি পদে, টার্নার এর ৩টি পদে, EOT ক্রেন অপারেটরের ৯টি পদে, ওয়েল্ডারের ৫টি পদে এবং হেভি ভেহিক্যাল ড্রাইভারের ৫টি পদে নিয়োগ করা হচ্ছে।

অন্যদিকে বয়লার অপারেটর-কাম-টেকনিশিয়ানের ৩টি পদে এবং বয়লার এটেন্ডেন্ট-কাম-টেকনিশিয়ানের ৩টি পদে নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে মোট ৪৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।

SAIL এটেনডেন্ট এবং অপারেটর পদে আবেদন করার যোগ্যতা

এটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান ট্রেনি পদের অন্তর্গত ফিটার, ইলেক্ট্রিশিয়ান, টার্নার এবং ওয়েল্ডারের পদের জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ সহ ফুল টাইম ITI/NAC হতে হবে।

EOT ক্রেন অপারেটর পদে আবেদন করার জন্য প্রার্থীর কাছে মাধ্যমিক এবং ITI/NAC সহ ১২০ টন ক্যাপাসিটর EOT ক্রেন অপারেট করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

হেভি ভেহিক্যাল ড্রাইভারের পদের জন্য প্রার্থীর কাছে মাধ্যমিক পাশ সার্টিফিকেট সহ হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া প্রার্থীর কাছে Haulpack Dumper/ Hydraulic Mobile Crane/ Bull-Dozer/ Chain Mounted Loader/ Wheel Loader/ Hydraulic/ Excavator/ Hydraulic Shove চালানোর এক বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

অন্যদিকে বয়লার অপারেটর-কাম-টেকনিশিয়ানের পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল বা পাওয়ার প্ল্যান্ট বা প্রোডাকশন বা ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমাধারী হতে হবে। পাশাপাশি ফার্স্ট ক্লাস বয়লার এটেন্ডেন্টের সার্টিফিকেটে থাকতে হবে।

অন্যদিকে বয়লার এটেন্ডেন্ট-কাম-টেকনিশিয়ানের পদের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ হওয়ার সাথে ফিটার/ রিগার/ ইলেক্ট্রিশিয়ান/ টার্নার বিভাগ থেকে ITI/NAC হতে হবে। এছাড়া প্রার্থীর কাছে ন্যূনতম সেকেন্ড ক্লাস বয়লার এটেন্ডেন্টের সার্টিফিকেটে থাকতে হবে।

এটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান ট্রেনি পদ এবং বয়লার এটেন্ডেন্ট-কাম-টেকনিশিয়ানের পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না। অন্যদিকে বয়লার অপারেটর-কাম-টেকনিশিয়ানের পদে জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের বেশি হওয়া চলবে না। SC/ST, OBC, ESM এবং সংস্থার কর্মচারীদের জন্য বয়সসীমায় ছাড় রয়েছে।

এটাও পড়ুন লক্ষাধিক বেতনে নিয়োগ চলছে Oil India Limited সংস্থায়

SAIL এটেনডেন্ট এবং অপারেটর পদের বেতন

এটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান ট্রেনি পদ এবং বয়লার এটেন্ডেন্ট-কাম-টেকনিশিয়ানের পদের জন্য প্রার্থীদের মাসিক ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকার মাসিক বেতন প্রদান করা হবে। অন্যদিকে বয়লার অপারেটর-কাম-টেকনিশিয়ানের পদে জন্য মাসিক ২৬,৬০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকার মাসিক বেতন প্রদান করা হবে।

SAIL এটেনডেন্ট এবং অপারেটরের উক্ত পদে আবেদনের যোগ্যতা

উক্ত SAIL এটেনডেন্ট এবং অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের http://www.sail.co.in/ পোর্টালের মাধ্যমে ১৮ই জানুয়ারি ২০২৪ এর মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের এর ক্ষেত্রে এটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান ট্রেনি পদ এবং বয়লার এটেন্ডেন্ট-কাম-টেকনিশিয়ানের পদের জন্য জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের ৩০০ টাকা এবং SC/ST, PwD, ESM এবং সংস্থার কর্মচারীদের ১০০ টাকা করে আবেদন ফি দিতে হবে।

অন্যদিকে বয়লার অপারেটর-কাম-টেকনিশিয়ানের পদে জন্য জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের ৫০০ টাকা এবং SC/ST, PwD, ESM এবং সংস্থার কর্মচারীদের ১৫০ টাকা করে আবেদন ফি দিতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment