Central Govt Job 2024: নতুন বছরে কেন্দ্রীয় সংস্থা নিয়ে এলো চাকরির সুযোগ, লক্ষাধিক বেতনে চলছে নিয়োগ

নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সংস্থা (Central Govt Job) নিয়ে এলো চাকরির দুর্দান্ত সুযোগ। এদিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালযয়ের অধীনস্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সাইন্স রিসার্চ (ICSSR) এর অফিসিয়াল পোর্টাল থেকে ক্লার্ক সহ বিভিন্ন বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। আসুন উক্ত বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনেনি।

ICSSR নিয়োগের শূন্যপদের বিবরণ

ICSSR এর তরফে গাড়ি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, লোয়ার ডিভিশন ক্লার্ক এর ১৩টি শূন্যপদে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর ১৪টি শূন্যপদে এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর ৮টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে মোট ৩৫টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

সংরক্ষণের বিষয়ে ICSSR জানিয়েছে যে, লোয়ার ডিভিশন ক্লার্ক এর ১৩টি পদের মধ্যে SC প্রার্থীদের জন্য ২টি পদ, OBC প্রার্থীদের জন্য ২টি পদ, ST প্রার্থীদের জন্য ১টি পদ এবং EWS প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষণ করা হয়েছে। একই ভাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর ১৪টি পদের মধ্যে SC প্রার্থীদের জন্য ১টি পদ, OBC প্রার্থীদের জন্য ৩টি পদ, ST প্রার্থীদের জন্য ১টি পদ এবং EWS প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষণ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর ৮টি পদের মধ্যে SC প্রার্থীদের জন্য ১টি পদ এবং OBC প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষণ করা হয়েছে।

ICSSR এর উক্ত পদ গুলিতে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা

ICSSR এর উক্ত চাকরিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জানিয়ে রাখি যে, লোয়ার ডিভিশন ক্লার্ক এর পদের জন্য প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হতে হবে সঙ্গে প্রতি মিনিটে ন্যূনতম ৩০ টি শব্দ টাইপ করতে জানতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর পদের জন্য প্রার্থীকে সামাজিক বিজ্ঞানের কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরের সাথে M.A. পাস হতে হবে।

একই ভাবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর পদের জন্য প্রার্থী কাছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানের যেকোনো শাখায় উচ্চ দ্বিতীয় শ্রেণীর সঙ্গে মাস্টার্স ডিগ্রি অথবা সমমান কোনো যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি সমাজবিজ্ঞান বিষয়ে কমপক্ষে তিন বছরের শিক্ষণ ও গবেষণার অভিজ্ঞতা অথবা কোনো সম্মানিত প্রতিষ্ঠানে তিন বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের দক্ষতাও প্রার্থীর কাছে থাকতে হবে।

ICSSR এর উক্ত পদে আবেদন করার বয়সসীমা

ICSSR লোয়ার ডিভিশন ক্লার্ক এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর পদের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের বেশি হয়ে চলবে না

ICSSR এর উক্ত পদ গুলির বেতন

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ICSSR লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য মাসিক ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকার বেতন প্রদান করা হবে। একই ভাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এর পদের জন্য ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকার মাসিক বেতন এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর পদের জন্য ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকার মাসিক বেতন প্রদান করা হবে।

এটাও পড়ুন AIESL recruitment 2024: ৪০ হাজারের বেতনে চাকরির সুযোগ, বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট ট্রেইনি নিয়োগ করছে এয়ার ইন্ডিয়া

ICSSR এর উক্ত পদে আবেদন করার পদ্ধতি

ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সাইন্স রিসার্চ এর উক্ত লোয়ার ডিভিশন ক্লার্ক, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর পদে আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের https://www.icssr.org/ পোর্টাল থেকে আবেদন করতে হবে। এই আবেদন পক্রিয়া ৪ঠা জানুয়ারি ২০২৪ থেকে ৫ই ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে।

জেনারেল এবং OBC প্রার্থীদের লোয়ার ডিভিশন ক্লার্ক এর পদে আবেদন করার জন্য ৮০০ টাকা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ১০০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের জন্য ১৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। SC, ST প্রার্থীদের লোয়ার ডিভিশন ক্লার্ক এর পদে আবেদন করার জন্য ৪০০ টাকা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ৫০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের জন্য ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

PWD, EWS, এক্স-সার্ভিসেমেন এবং মহিলা প্রার্থীদের এক্ষেত্রে কোনোরকম আবেদন ফি দিতে হবে না।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment