লক্ষাধিক বেতনের সাথে চাকরির দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে Oil India Limited (অয়েল ইন্ডিয়া লিমিটেড) সংস্থা। এদিন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, সংস্থার বিভিন্ন বিভাগের একাধিক শূন্যপদে এক বিরাট নিয়োগ ড্রাইভ আয়োজন করা হয়েছে। আসুন বিস্তারিত জেনেনি অয়েল ইন্ডিয়া লিমিটেড সংস্থার এই নিয়োগ ড্রাইভটি সম্পর্কে।
Oil India Limited সংস্থার উক্ত নিয়োগ ড্রাইভটির শূন্যপদের সংখ্যা
জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সংস্থার বিভিন্ন বিভাগের মোট ৪২১টি শূন্যপদে এই নিয়োগ ড্রাইভটির অন্তর্গত নিয়োগ করা হবে। এক্ষেত্রে ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার সহ মোট ২২ টি বিভাগে এই নিয়োগ করা হবে। কোন পদের কত সংখ্যক শূন্যপদ রয়েছে তা জানার জন্য অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
Oil India Limited সংস্থার উক্ত পদ গুলিতে আবেদন করার যোগ্যতা
উক্ত ২২টি চাকরিতে আবেদনের যোগ্যতাও ভিন্ন ভিন্ন। তাই আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে বলা হচ্ছে। অন্যদিকে বসয়সীমার দিকে থেকে জানানো হয়েছে যে, আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে SC, ST এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে।
Oil India Limited সংস্থার উক্ত পদের বেতন
উক্ত ২২টি বিভাগে মূলত গ্রেড-III অন্তর্গত ১৭টি বিভাগে এবং গ্রেড-V এর অন্তর্গত ৫টি বিভাগে নিয়োগ হচ্ছে। গ্রেড-III অন্তর্গত ২৬,৬০০ টাকা থেকে ৯০,০০০ টাকার মাসিক বেতন প্রদান করা হবে। অন্যদিকে গ্রেড-V অন্তর্গত পদ গুলির জন্য ৩২,০০০ থেকে ১,২৭,০০০ টাকার মাসিক বেতন প্রদান করা হবে।
Oil India Limited সংস্থার উক্ত পদে আবেদন পদ্ধতি
উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের oil-india.com পোর্টালের মাধ্যমে ৩০শে জানুয়ারি ২০২৪ এর মধ্যে করতে হবে। এক্ষেত্রে আবেদন করার জন্য জেনারেল এবং OBC প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে। অন্যদিকে SC/ST/EWS/PwBD এবং এক্স-সার্ভিসেমেনদের কোনোরকম আবেদনফি দিতে হবে না।