এয়ার ইন্ডিয়ার (Air India Limited) তরফ থেকে আসছে চাকরির দুর্দান্ত খবর। ভালো বেতনের সঙ্গে এয়ার ইন্ডিয়ার অধীনস্ত এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL) সংস্থাই বিপুল সংখ্যাই চলেছে নিয়োগ। শূন্যপদের বিবরণ, আবেদনের যোগ্যতা, পদ্ধিত, শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে এই প্রতিবেদনটি পড়তে থাকুন।
AIESL গ্র্যাজুয়েট ট্রেইনি নিয়োগের শূন্যপদের বিবরণ
এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড সংস্থার তরফে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী গ্র্যাজুয়েট ট্রেইনির মোট ৭৪ টি শূন্যপদে এই নিয়োগ ড্রাইভটি আয়োজন করা হয়েছে। এই ৭৪টি শূন্যপদের মধ্যে দিল্লি ২৪টি পদে, মুম্বাই জোনের ২২টি পদে, কলকাতা জনের ৩টি পদে, হায়দ্রাবাদ জোনের ৩টি পদে, নাগপুরজোনের ৭টি পদে এবং তিরুবনন্তপুরম জোনের ১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।
SC, ST, OBC, এক্স-সার্ভিসমেন শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী উক্ত ৭৪টি পদের মধ্যে কিছু পদ বরাদ্দ করা হবে। তবে কত গুলি পদ বরাদ্দ করা হবে সে বিষয়ে AIESL এর তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।
AIESL গ্র্যাজুয়েট ট্রেইনি পদে আবেদনের যোগ্যতা
AIESL গ্র্যাজুয়েট ট্রেইনি পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অ্যারোনটিক্যাল / মেকানিক্যাল / ইলেক্ট্রিক্যাল / ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশনস / ইন্সট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইন্ডাস্ট্রিয়াল / প্রোডাকশন / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য বিভাগ থেকে ন্যূনতম ৮০ শতাংশ GATE নম্বরের সাথে B.E / B. Tech ডিগ্রিধারী হতে হবে। SC, ST, OBC প্রার্থীদের জন্য ন্যূনতম ৭৫ শতাংশ GATE নম্বর নির্ধারিত করা হয়েছে।
এটাও পড়ুন AIESL Recruitment: ২৭ হাজারের মাসিক বেতনে চাকরির সুযোগ, আবেদন করুন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে
অন্যদিকে বয়সসীমার বিষয়ে AIESL জানিয়েছে যে, উক্ত গ্র্যাজুয়েট ট্রেইনি পদে আবেদন করার জন্য জেনারেল এবং EWS শ্রেণীর প্রার্থীর বয়স ২৮ বছর, OBC শ্রেণীর প্রার্থীর বয়স ৩১ বছর এবং SC/ST শ্রেণীর প্রার্থীর বয়স ৩৩ বছরের বেশি হওয়া চলবে না।
AIESL গ্র্যাজুয়েট ট্রেইনি পদের বেতন
গ্র্যাজুয়েট ট্রেইনি পদের প্রাথমিক একবছরের ট্রেনিং চলাকালীন বেতন হিসেবে প্রতি মাসে ৪০,০০০ টাকা করে প্রদান করা হবে। তার পরে প্রার্থীদের প্রতিমাসে ৫৯,০০০ টাকা থেকে ৭৯,০০০ টাকার মাসিক বেতন প্রদান করা হবে।
AIESL গ্র্যাজুয়েট ট্রেইনি পদে আবেদনের পদ্ধতি
উক্ত গ্র্যাজুয়েট ট্রেইনি পদে আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য ব্যাক্তিদের সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রটি প্রিন্ট করে, সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। এরপর উক্ত আবেদন পত্রটিকে পোস্ট অফিস, স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে নিম্নের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:
To,
Chief Human Resource Officer
AI Engineering Services Limited
Personnel Department,
2nd Floor, CRA Building,
Safdarjung Airport Complex,
Aurobindo Marg, New Delhi – 110003
জানিয়েদি যে, ১৫ই জানুয়ারি ২০২৪ এর মধ্যে আবেদন পত্র উক্ত ঠিকানায় জমা করতে হবে। এবং এক্ষেত্রে SC, ST, এক্স-সার্ভিসমেন বাদে সকল প্রার্থীদের ১৫০০ টাকার আবেদন ফিও জমা করতে হবে।