একদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা DA বৃদ্বির দাবি নিয়ে যেমন রাস্তায় নেমেছে ঠিক তার উল্টে দেশের অন্য এক রাজ্যের সরকারি কর্মচারীরা এ রাজ্যের সরকারি কর্মচারীরাদের তুলনায় ৭ গুন DA পেতে চলেছে। এপ্রসঙ্গে সম্প্রতি আসাম সরকার DA নিয়ে বড়সড় সুখবর দিয়েছে তাদের কর্মচারীদের।
প্রসঙ্গত আসাম সরকার তাদের রাজ্যের সরকারি কর্মচারীদের DA চার শতাংশ হরে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আসামে সরকারি কর্মচারীরা ৩৯ শতাংশ হরে DA পেতো যা ৪ শতাংশ বৃদ্ধির পরে ৪২ শতাংশ হয়ে দাঁড়িয়েছে।
Delink PAN-Aadhaar: প্যান-আধার লিঙ্কে এই ভুলটি থাকলেই করতে হবে প্যান-আধার ডিলিঙ্ক, দেখে নিন পদ্ধতি
অন্যদিকে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা মার্চের আগে পর্যন্ত ৩ শতাংশ হরে DA পেতো যা আরপি ৩ শতাংশ বেড়ে ৬ শতাংশ হয়েছে। তুলনা মূলক ভাবে দেখতে গেলে আমাদের রাজ্যের কর্মচারীরা আসামের কর্মচারীদের তুলনায় ৩৬ শতাংশ কম মহার্ঘ ভাতা পাই। এই তফাৎটা এতটাই বিশাল যে আসামের কর্মচারীরা দুগুণ-তিনগুন নয় সাত গুন বেশি DA পাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাদের তুলনায়।
এবিষয়ে আসাম সরকার শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করে যে আসাম সরকারের অধীনে কর্মরত কেন্দ্রীয় ও রাজ্য ক্যাডারের সমস্ত কর্মচারীদের ৩৯ শতাংশর বদলে ৪২ শতাংশ DA দেওয়া হবে। এনিয়ে আসাম সরকার জানিয়েছে এই ৪২ শতাংশের DA ১লা জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে। এবিষয়ে আগামী ১০ই এপ্রিল গত তিন মাসের DA সমস্ত সরকারি কর্মচারীরাদের দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জানিয়ে রাখি যে, এই DA বৃদ্ধির সিদ্ধান্তের কারণে আসাম সরকারকে প্রতিমাসে অতিরিক্ত ৭৯.৫৭ কোটি টাকা খরচ করতে হবে। এবিষয়ে মহন্ত বলেছেন বিহু উৎসবের আগেই রাজ্যের সকল সরকারি কর্মচারী এই অতিরিক্ত মহার্ঘ ভাতা পেয়ে যাবে।
🔥 FY 2023-24: আজ থেকে বদলে যাচ্ছে এই ৭টি নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে
🔥 Aadhaar Card Update: ১০ বছর পুরনো আধার কার্ড কি বন্ধ হতে চলেছে? কি বলছে UIDAI