Paytm ব্যাবহারকারীদের জন্য দারুন সুখবর, PPI লেনদেনের উপর অতিরিক্ত চার্জ লাগবে না বলে স্পষ্ট জানালো পেটিএম

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি একটি নির্দেশিকায় জানিয়ে ছিল যে, ১লা এপ্রিল থেকে PPI অর্থাৎ প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস লেনদেনের ক্ষেত্রে ব্যাবসায়ীদের ১.১ শতাংশ চার্জ দিতে হবে। এবং এই নির্দেশিকাকেই ঘিরে তৈরী হয়েছে নতুন বিভ্রান্তি।

Paytm clarifies that no customer will have to pay any charges

সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন যে এবার ইউপিআই ব্যবহার করার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে এবিষয়ে পেটিএম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে PPI লেনদেন হোক কিংবা সাধারণ ইউপিআই লেনদেন কোনও ক্ষেত্রেই গ্রহকদের থেকে অতিরিক্ত কোনও চার্জ নেওয়া হবে না।

UPI Wallet Charges: এখনই আপনার Paytm, PhonePe ওয়ালেটের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন, নইলে পরে গুনতে মাসুল

এবিষয়ে জানিয়েদি যে, PPI লেনদেন বলতে, আপনার Paytm ওয়ালেট থেকে হওয়া লেনদেনকে বোঝানো হচ্ছে। এবং সাধারণ ইউপিআই লেনদেন বলতে, ব্যাঙ্ক-টু-ব্যাঙ্ক টাকা লেনদেনকে বোঝানো হচ্ছে।

Paytm সংস্থা তাদের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে ব্যবহারকারীদের এবিষয়ে ভুল তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ করেছে। তারা জানিয়েছে যে কোন গ্রাহকের কাছ থেকেই অতিরিক্ত টাকা চার্জ করা হবে না। লেনদেন ব্যাঙ্ক-টু-ব্যাঙ্ক হোক কিংবা ওয়ালেট-টু-ওয়ালেট কোনও ক্ষেত্রেই গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

Delink PAN-Aadhaar: প্যান-আধার লিঙ্কে এই ভুলটি থাকলেই করতে হবে প্যান-আধার ডিলিঙ্ক, দেখে নিন পদ্ধতি

এবিষয়ে Paytm আরও জানিয়েছে যে তাদের UPI সম্পূর্ণরূপে ফ্রি, দ্রুত, নিরাপদ এবং বিরামবিহীন। এই বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্য Paytm, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন দ্বারা জারি করা নতুন প্রেস রিলিজটি পড়তে বলেছে।

প্রসঙ্গত ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন PPI লেনদেনের উপর জারি করা নির্দেশিকার কারণে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল তা স্পষ্ট করার জন্য একটি প্রেস রিলিজ করে। উক্ত প্রেস রিলিজে NPCI স্পষ্ট জানাই যে ইউপিআই ভিত্তিক কোনও লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে অতিরিক্ত এক টাকাও খরচ করতে হবে না।

Wrong PAN-Aadhaar Link: ভুল করে অন্য কারোর আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ড লিঙ্ক হয়ে যায়নি তো, দেখে নিন এই সহজ পদ্ধতিতে

এক্ষেত্রে ১.১ শতাংশের এই চার্জ শুধু মাত্র PPI মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সহজ ভাবে বলতে গেলে এই চার্জ দোকানদার বা ব্যাবসায়ীর কাছ থেকে তখনই নেওয়া হবে যখন দোকানদার বা ব্যাবসায়ীর ওয়ালেটের মাধ্যমে ২০০০ টাকার বেশি নিবে। তাই বর্তমানে সাধারণ গ্রহকদের এবিষয়ে কোনও চিন্তা করার দরকার নেই।

🔥 PAN Card Verification: প্যান-আধার লিঙ্ক করার থেকেও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্যান কার্ডের বৈধতা যাচাই করা, দেখে নিন এই সহজ পদ্ধতি

🔥 UPI Charges: এখন ইউপিআই পেমেন্ট করার জন্য লাগবে অতিরিক্ত টাকা, তবে এই গ্রাহকদের জন্য বিশেষ ছাড় রয়েছে

🔥 PAN Card Update: আজেকেই প্যান কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জেনে নিন এই বার্তাটির সত্যতা।

🔥 PAN Aadhaar Link Fees: প্যান-আধার লিঙ্ক কি বিনামূল্যে হচ্ছে? নতুন নিয়ম অনুযায়ী প্যান-আধার লিঙ্ক করতে কত টাকা লাগবে দেখে নিন

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment