NTRO অর্থাৎ ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (National Technical Research Organisation) নিয়ে এসেছে চাকরির দুর্দান্ত সুযোগ। এদিন NTRO-র অফিসিয়াল পোর্টাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে মাস্টার ডিগ্রি যুক্ত চাকরি প্রার্থীদের বৈজ্ঞানিক পদের বিভিন্ন বিভাগের একধিক শূন্যপদে নিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আসুন বিস্তারিত জেনেনি NTRO-র এই নিয়োগ ড্রাইভটির সম্পর্কে।
NTRO বৈজ্ঞানিক নিয়োগের শূন্যপদের বিবরণ
NTRO-র তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ B এর অন্তর্গত বৈজ্ঞানিকের মোট ৭৪টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। এই ৭৪টি শূন্যপদের মধ্যে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনস বিভাগের মোট ৩৫ শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে SC প্রার্থীদের জন্য ৭টি, ST প্রার্থীদের জন্য ৩টি, OBC প্রার্থীদের জন্য ১২টি এবং EWS প্রার্থীদের জন্য ২টি পদ বরাদ্দ করা হয়েছে।
পাশাপাশি কম্পিউটার সাইন্স বিভাগের ৩৩ টি পদের মধ্যে SC প্রার্থীদের জন্য ৬টি, ST প্রার্থীদের জন্য ৩টি, OBC প্রার্থীদের জন্য ১৩টি এবং EWS প্রার্থীদের জন্য ২টি পদ বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে জিও ইনফোরম্যাটিক্স এন্ড রিমোট সেন্সিং বিভাগের ৬টি পদের মধ্যে SC প্রার্থীদের জন্য ১টি, OBC প্রার্থীদের জন্য ২টি এবং EWS প্রার্থীদের জন্য ১টি পদ বরাদ্দ করা হয়েছে।
NTRO বৈজ্ঞানিক পদে আবেদন করার যোগ্যতা
উক্ত NTRO বৈজ্ঞানিক পদ গুলিতে আবদেন করার বেসিক শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনস বিভাগের পদের জন্য প্রার্থীকে ইলেকট্রনিক্স অথবা ম্যাথমেটিক্স বিষয়ে একটি সিকৃত সংস্থা থেকে ফার্স্ট ক্লাস সাইন্সের মাস্টার ডিগ্রিধারী হতে হবে।
একই ভাবে, কম্পিউটার সাইন্স বিভাগের পদের জন্য প্রার্থীকে ম্যাথমেটিক্স বিষয়ে একটি সিকৃত সংস্থা থেকে ফার্স্ট ক্লাস সাইন্সের মাস্টার ডিগ্রিধারী হতে হবে। এবং জিও ইনফোরম্যাটিক্স এন্ড রিমোট সেন্সিং বিভাগের পদে জন্য প্রার্থীকে জিও ইনফোরম্যাটিক্স অথবা অথবা ম্যাথমেটিক্স বিষয়ে একটি সিকৃত সংস্থা থেকে ফার্স্ট ক্লাস সাইন্সের মাস্টার ডিগ্রিধারী হতে হবে।
আবেদন করতে আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিন।
বয়সসীমার দিক থেকে আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া চলবেনা। তবে SC, ST, OBC, PwBD ইত্যাদি শ্রেণীর প্রার্থীদের বয়সসীমায় সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ছাড় রয়েছে।
NTRO বৈজ্ঞানিক পদের বেতন
বেতনের বিষয়ে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে যে, প্রাথমিক ভাবে উক্ত বিজ্ঞানিক পদের জন্য ৫৬,১০০ টাকার বেসিক বেতন দেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১,৭৭,৫০০ টাকার মাসিক বেতন প্রদান করা হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় হরে DA, HRA এবং TA আলাদা করে প্রদান করা হবে।
NTRO বৈজ্ঞানিক পদে আবেদনের পদ্ধতি
NTRO বৈজ্ঞানিক পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের https://ntro.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এই আবেদন পক্রিয়া ২১শে ডিসেম্বর ২০২৩ থেকে ১৯শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত চলবে। জানিয়ে রাখি যে SC / ST এবং মহিলা প্রার্থী বাদে সকল প্রার্থীদের ২৫০ টাকা করে আবেদন ফি প্রদান করতে হবে।