ChatGPT কে টেক্কা দিতে Jio নিয়ে এলো Bharat GPT, শীঘ্রই বাজারে আসছে ভারতের নিজেস্ব AI

কয়েক মাস আগেই ChatGPT-র CEO স্যাম অল্ট ম্যান বলেছিলেন যে, ভারত ChatGPT-র মতো AI বানাতে পারবে না। তবে এবার স্যাম অল্ট ম্যান কে একটা কড়া জবাব দিতে বাজারে আসতে চলেছে Bharat GPT। দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা Jio-র হাত ধরে আসছে ভারতের নিজেস্ব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।

এদিন রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান, আকাশ আম্বানি মিডিয়াকে জানাই যে, আইআইটি-বম্বের সংঙ্গে মিলে Jio সংস্থা Bharat GPT প্রজেক্টের উপর কাজ করছে। এদিন আকাশ আম্বানি Jio সংস্থার রূপরেখা মিডিয়ার সঙ্গে শেয়ার করেন। এই রূপরেখার অন্তর্গত সংস্থা একটি শক্তিশালী টেকনোলজিক্যাল ইকোসিস্টেম গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

IIT Bombay-এর সহযোগিতায় জিও এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরী করছে যা, বিভিন্ন শিল্পে নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি করতে চলছে। রিলায়েন্স জিও এবং আইআইটি বম্বে যৌথভাবে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ভারত জিপিটি তৈরি করছে। যা আকাশ আম্বানির মোতে, মাইক্রোসফ্ট এবং OpenAI-এর ChatGPT-কে কঠিন প্রতিযোগিতা দেবে।

এদিন এই Bharat GPT নিয়ে এর বেশ তথ্য পাওয়া যায়নি। তবে এদিন Jio-র আরও একটি নতুন প্রজেক্ট সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। ইনস্টিটিউটের বার্ষিক টেকফেস্টে এর দরুন জানা যাই যে, Jio তাদের একটি নিজেস্ব টেলিভিশন অপারেটিং সিস্টেম বাজারে লঞ্চ করতে চলেছে।

এটাও পড়ুন AIESL Recruitment: ২৭ হাজারের মাসিক বেতনে চাকরির সুযোগ, আবেদন করুন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে

এই টেলিভিশন অপারেটিং সিস্টেমের বিষয়ে অনেকেই জানাচ্ছে যে, স্মার্ট ফোন, ল্যাপটপের পর Jio হয়তো খুব শীঘ্রই মার্কেটে তাদের নতুন স্মার্ট টিভি লঞ্চ করতে পারে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment