AIESL Recruitment: ২৭ হাজারের মাসিক বেতনে চাকরির সুযোগ, আবেদন করুন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে

ভালো বেতনের সঙ্গে চাকরির দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL)। এদিন AIESL এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, দেশের বিভিন্ন শহরে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে রয়েছে চাকরির সুযোগ। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নিয়োগ ড্রাইভটির সম্পর্কে।

AIESL অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের শূন্যপদের বিবরণ

AIESL তরফ থেকে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশ জুড়ে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের মোট ২০৯টি শূন্যপদে এই নিয়োগ ড্রাইভটি আয়োজন করা হয়েছে। যার মধ্যে কলকাতা শহরে ১২টি পদে নিয়োগ করা হবে। একইভাবে দিল্লিতে ৮৭টি পদে, মুম্বাইয়ে ৭০টি পদে, হায়দ্রাবাদে ১০টি পদে, নাগপুরে ১০টি পদে এবং তিরুবনন্তপুরমে ২০টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।

AIESL অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে AIESL এর তরফ থেকে জানানো হয়েছে যে, উক্ত অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের জন্য প্রার্থীকে একটি সিকৃত সংস্থা থেকে B.Sc/B.Com/B.A. করতে হবে। পাশাপাশি প্রার্থীর কাছে কম্পিউটারের ১ বছরের সার্টিফিকেটে এবং ডাটা এন্ট্রির এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা, প্রার্থীকে BCA/B.Sc. (CS)/ IT/CS গ্রাজুয়েট হতে হবে এবং সঙ্গে এক বছরের ডাটা এন্ট্রির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমার বিষয়ে জানানো হয়েছে যে, জেনারেল শ্রেণীর প্রার্থীর বয়স ৩৫, OBC শ্রেণীর প্রার্থীর বয়স ৩৮ এবং SC/ST শ্রেণীর প্রার্থীর বয়স ৪০ বছরের বেশি হওয়া চলবে না।

AIESL অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের বেতন

জারি করা অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, উক্ত অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের জন্য AIESL প্রতি মাসে ২৭,০০০ টাকার বেতন প্রদান করবে। এবিষয়ে আরও জানিয়ে রাখি যে, এই নিয়োগ টি ৫ বছরের কন্ট্রাক্টের অন্তর্গত করা হচ্ছে। তবে সংস্থা চাইলে পরে এই চাকরির মেয়াদ বাড়াতে পারে।

AIESL অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে আবেদনের পদ্ধতি

উক্ত AIESL অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রটি স্ক্যান করে [email protected] ইমেলে পাঠাতে হবে। আবেদন পত্র জমা দেওয়া শেষ তারিখ আগামী ১৫ই জানুয়ারি ২০২৪। জানিয়ে রাখি যে, জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের ১০০০ টাকা করে আবেদন ফি প্ৰদান করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি : ক্লিক করুন

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment