FY 2023-24: আজ থেকে বদলে যাচ্ছে এই ৭টি নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে

আজ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৩-২৪ আর্থিক বর্ষ। নতুন আর্থিক বর্ষের শুরু হওয়ার পাশাপাশি বেশকিছু জিনিস বদলে যায়। প্রতিবারের মতো এবারেও আর্থিক বর্ষের সঙ্গে পরিবর্তন হয়েছে বেশকিছু নিয়ম-কানুন। তবে আজকের এই প্রতিবেদনে আমরা এমন ৭টি বিষয় নিয়ে আলোচনা করবো যার সরাসরি প্রভাব আপনার পকেটে পড়বে।

These 7 Major Changes From Today Will Impact Your Pockets Directly

২০২৩-২৪ আর্থিক বর্ষ থেকে বদলে যাওয়া বিষয় গুলির তালিকায় সবার প্রথমে রয়েছে এলপিজি গ্যাসের দাম তারপর এক্সপ্রেসওয়ে টোল, সোনার হলমার্ক, জীবন বীমা নীতির উপর কর, ইনকাম ট্যাক্স সীমা, নতুন ট্যাক্স পলিসি ও সেভিং স্কিমের সুদের হার। উক্ত বিষয় গুলি সরাসরি আপনার পকেটকে আজ থেকে প্রভাবিত করতে চলেছে। তাই একে একে এই বিষয় গুলি নিয়ে কি পরিবর্তন হতে চলেছে দেখে নিন।

Aadhaar Card Update: ১০ বছর পুরনো আধার কার্ড কি বন্ধ হতে চলেছে? কি বলছে UIDAI

এলপিজি গ্যাসের দাম: ২০২৩-২৪ আর্থিক বর্ষের শুরুতেই দারুন সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। প্রসঙ্গত বাণিজ্যিক গ্যাসের দাম ১লা এপ্রিল থেকে ৯২ টাকা প্রতি সিলিন্ডার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবিষয়ে রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি বলে জানা যাচ্ছে। জানিয়েদি যে, গত মাসের পয়লা তারিখে বাণিজ্যিক ও রান্নার গ্যাসের দাম অনেকটাই বাড়ানো হয়েছিল।

Paytm ব্যাবহারকারীদের জন্য দারুন সুখবর, PPI লেনদেনের উপর অতিরিক্ত চার্জ লাগবে না বলে স্পষ্ট জানালো পেটিএম

এক্সপ্রেসওয়ে টোল: সংবাদ সূত্রে জানা যাচ্ছে ১ এপ্রিল থেকে এক্সপ্রেসওয়েতে যাতায়াত করার খরচ বাড়তে চলেছে। এবিষয়ে ছোট দূরত্বের রাস্তায় ৩.৫ থেকে ৭ শতাংশ এবং বেশি দূরত্বের রাস্তায় ৫ থেকে ১০ শতাংশ টোল ট্যাক্স বাড়তে চলেছে।

সোনার হলমার্ক: সোনার গয়না কেনা বেচা নিয়ে নতুন নিয়ম জারি হচ্ছে আজ থেকে। প্রসঙ্গত বিআইএস এক নির্দেশিকায় জানিয়েছে যে সোনার গয়না কেনা বেচা করার জন্য ৬ অংকের হলমার্ক ১লা এপ্রিল থেকে বাধতামূলক। তাই আজ থেকে সোনার গয়না কেনার সময় ৬ অংকের হলমার্ক দেখেই কিনবেন।

Delink PAN-Aadhaar: প্যান-আধার লিঙ্কে এই ভুলটি থাকলেই করতে হবে প্যান-আধার ডিলিঙ্ক, দেখে নিন পদ্ধতি

জীবন বীমা নীতির উপর কর: কেন্দ্র সরকার এই আর্থিক বছর থেকে কিছু জীবন বীমা পলিসির উপর কর বসাতে চলেছে। তবে শুধুমাত্র সেই সমস্ত জীবন বীমা পলিসির উপরেই কর বসানো হবে যেগুলির মোট প্রিমিয়াম ৫ লক্ষ টাকার বেশি। জানিয়েদি যে, ৩১শে মার্চ ২০২৩ এর আগে জারি করা পলিসির ওপর এই নিয়ম লাগু হবে না।

ইনকাম ট্যাক্স সীমা: ২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করনে যে, বেতনভোগীদের জন্য কর রেয়াত ৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা করা হবে।

UPI Wallet Charges: এখনই আপনার Paytm, PhonePe ওয়ালেটের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন, নইলে পরে গুনতে মাসুল

নতুন ট্যাক্স পলিসি: ১লা এপ্রিল থেকে করদাতাদের জন্য নতুন আয়কর ব্যবস্থা ডিফল্ট বিকল্প হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে আপনার উপর নতুন আয়কর ব্যবস্থার ভিত্তিতে টিডিএস কাটা হবে। তবে আপনি যদি চান তাহলে আপনি পুরানো ট্যাক্স ব্যবস্থা বেছে নিতে পারেন।

সেভিং স্কিমের সুদের হার: ১লা এপ্রিল থেকে বিভিন্ন ছোট সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

🔥 Wrong PAN-Aadhaar Link: ভুল করে অন্য কারোর আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ড লিঙ্ক হয়ে যায়নি তো, দেখে নিন এই সহজ পদ্ধতিতে

🔥 PAN Card Verification: প্যান-আধার লিঙ্ক করার থেকেও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্যান কার্ডের বৈধতা যাচাই করা, দেখে নিন এই সহজ পদ্ধতি

🔥 UPI Charges: এখন ইউপিআই পেমেন্ট করার জন্য লাগবে অতিরিক্ত টাকা, তবে এই গ্রাহকদের জন্য বিশেষ ছাড় রয়েছে

🔥 PAN Card Update: আজেকেই প্যান কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জেনে নিন এই বার্তাটির সত্যতা।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment