Paytm, PhonePe অথবা অন্য কোনও ওয়ালেটে টাকা আছে না কি? থাকলে এখনই তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন। কারণ কিছুদিনের মধ্যেই এই টাকা ব্যবহার করার জন্য অতিরিক্ত মাসুল গুনতে হবে। তাই শীঘ্রই পেটিএম, ফোন পে, আমাজন পের মতো অ্যাপের ওয়ালেটে থাকা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন।

প্রসঙ্গত ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) সম্প্রতি উপিআই পেমেন্ট নিয়ে একটি নির্দেশিকা জারি করে। উক্ত নির্দেশিকায় প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা PPI পদ্ধতিকে উপিআই এর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে NPCI সংস্থা। এই সিদ্ধান্তের পাশাপাশি NPCI আরও একটি সিদ্ধান্ত নিয়েছে, প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা PPI পদ্ধতিতে লেনদেনের উপর অতিরিক্ত ১.১ শতাংশ চার্জ করার অনুমতি দিয়ে দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন এই অনুমতির কারণেই ভবিষ্যতে ২০০০ টাকা বা তার বেশি টাকার PPI লেনদেনের ক্ষেত্রে আপনাকে ১.১ শতাংশ অতিরিক্ত খরচ করতে হবে। এখানে PPI বা প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে পেটিএম, ফোন পে, আমাজন পের মতো অ্যাপের ওয়ালেট থেকে হওয়া লেনদেনকে বোঝানো হচ্ছে। তাই এখনই আপনার ওয়ালেটে থাকা টাকাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন।
এবিষয়ে ওয়ালেটের টাকা কে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার পেমেন্ট অ্যাপের ওয়ালেটে যেতে হবে। অ্যাপের ওয়ালেটে গিয়ে Transfer to Bank বিকল্প বেছে নিতে হবে।
এরপর আপনি আপনার যেই ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে চান তা বেছে নিয়ে যত টাকা পাঠাতে চান তা লিখে পে করলেই আপনার ওয়ালেটে থাকা টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।