বর্তমানে দেশ জুড়ে চলছে প্যান-আধার লিঙ্ক করার কর্মসূচি। এবিষয়ে আপনি হয়তো ইতিমধ্যেই আপনার প্যানের সাথে আধারের লিঙ্ক করে ফেলেছন অথবা করতে যাচ্ছেন। তবে বর্তমানে অনেকেই প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে দেখছে যে তাদের প্যান কার্ড অন্য আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে যার কারণে তারা তাদের প্যান-আধার লিঙ্ক ঠিক ভাবে করতে পাচ্ছেনা। আজকের প্রতিবেদনে আমরা এই সমস্যাটির সমাধানই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।
তবে কীভাবে বুঝবেন যে আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি না?
আপনি আয়কর বিভাগের ওয়েব পোর্টালের Link Aadhaar Status বিকল্পে গিয়ে আপনার প্যান নম্বর ও আধার নম্বর দিয়ে দেখতে পারেন যে আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি না। এবিষয়ে সম্পূর্ণ পদ্ধতিটি জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
এপ্রসঙ্গে আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সাথে লিঙ্ক থাকলে আপনাকে সবার প্রথমে প্যান-আধার ডিলিঙ্ক করতে হবে এবং তার পর আপনার আধার কার্ডের সাথে আপনার প্যান কার্ড লিঙ্ক করতে হবে।
এবার আসা যাক প্যান-আধার ডিলিঙ্ক করার উপরে।
এই বিষয়ে প্যান-আধার ডিলিঙ্ক করার জন্য আপনাকে সবার প্রথমে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করতে হবে। প্রথমত আপনি যেখান থেকে আপনার প্যান কার্ড তৈরী করে ছিলেন সেখান থেকে আপনার প্যান কার্ডের প্রক্রিয়াকরণের বিবরণ সংগ্রহ করতে হবে।
তারপর আপনাকে RCC এর মাধ্যমে ITBA থেকে অডিট লগ সংগ্রহ করতে হবে। এরপর ভুল প্যান-আধার করার কারণটি চিহ্নিত করে, ডিলিঙ্ক করা প্রয়োজন কিনা তা নির্ধারণ করতে হবে।
যদি প্যান-আধার ডিলিঙ্ক করা প্রয়োজন হয় তাহলে এই সকল তথ্য আয়কর বিভাগে জমা দিতে হবে।
প্যান কার্ড ডিলিঙ্ক করার অনুরোধ করার জন্য আপনাকে আপনার JAO বা জুরিসডিকশনাল অ্যাসেসিং অফিসারকে আবেদন পত্র পাঠেতে হবে। এবিষয়ে আপনি আয়কর বিভাগের এই পোর্টালে (https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/knowYourAO) গিয়ে আপনার প্যান নম্বর ও ফোন নম্বর দিয়ে আপনার জুরিসডিকশনাল অ্যাসেসিং অফিসারের ঠিকানা জানতে পারবেন।
এবার ভুল প্যান-আধার ডিলিঙ্ক হয়ে গেলে আপনাকে ৩০শে জুনের মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করতে হবে।