Delink PAN-Aadhaar: প্যান-আধার লিঙ্কে এই ভুলটি থাকলেই করতে হবে প্যান-আধার ডিলিঙ্ক, দেখে নিন পদ্ধতি

বর্তমানে দেশ জুড়ে চলছে প্যান-আধার লিঙ্ক করার কর্মসূচি। এবিষয়ে আপনি হয়তো ইতিমধ্যেই আপনার প্যানের সাথে আধারের লিঙ্ক করে ফেলেছন অথবা করতে যাচ্ছেন। তবে বর্তমানে অনেকেই প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে দেখছে যে তাদের প্যান কার্ড অন্য আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে যার কারণে তারা তাদের প্যান-আধার লিঙ্ক ঠিক ভাবে করতে পাচ্ছেনা। আজকের প্রতিবেদনে আমরা এই সমস্যাটির সমাধানই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।

How To Delink Wrong PAN-Aadhaar Link

তবে কীভাবে বুঝবেন যে আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি না?

আপনি আয়কর বিভাগের ওয়েব পোর্টালের Link Aadhaar Status বিকল্পে গিয়ে আপনার প্যান নম্বর ও আধার নম্বর দিয়ে দেখতে পারেন যে আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কি না। এবিষয়ে সম্পূর্ণ পদ্ধতিটি জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Wrong PAN-Aadhaar Link: ভুল করে অন্য কারোর আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ড লিঙ্ক হয়ে যায়নি তো, দেখে নিন এই সহজ পদ্ধতিতে

এপ্রসঙ্গে আপনার প্যান কার্ড অন্য কারোর আধার কার্ডের সাথে লিঙ্ক থাকলে আপনাকে সবার প্রথমে প্যান-আধার ডিলিঙ্ক করতে হবে এবং তার পর আপনার আধার কার্ডের সাথে আপনার প্যান কার্ড লিঙ্ক করতে হবে।

এবার আসা যাক প্যান-আধার ডিলিঙ্ক করার উপরে।

এই বিষয়ে প্যান-আধার ডিলিঙ্ক করার জন্য আপনাকে সবার প্রথমে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করতে হবে। প্রথমত আপনি যেখান থেকে আপনার প্যান কার্ড তৈরী করে ছিলেন সেখান থেকে আপনার প্যান কার্ডের প্রক্রিয়াকরণের বিবরণ সংগ্রহ করতে হবে।

UPI Wallet Charges: এখনই আপনার Paytm, PhonePe ওয়ালেটের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন, নইলে পরে গুনতে মাসুল

তারপর আপনাকে RCC এর মাধ্যমে ITBA থেকে অডিট লগ সংগ্রহ করতে হবে। এরপর ভুল প্যান-আধার করার কারণটি চিহ্নিত করে, ডিলিঙ্ক করা প্রয়োজন কিনা তা নির্ধারণ করতে হবে।

যদি প্যান-আধার ডিলিঙ্ক করা প্রয়োজন হয় তাহলে এই সকল তথ্য আয়কর বিভাগে জমা দিতে হবে।

PAN Card Verification: প্যান-আধার লিঙ্ক করার থেকেও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্যান কার্ডের বৈধতা যাচাই করা, দেখে নিন এই সহজ পদ্ধতি

প্যান কার্ড ডিলিঙ্ক করার অনুরোধ করার জন্য আপনাকে আপনার JAO বা জুরিসডিকশনাল অ্যাসেসিং অফিসারকে আবেদন পত্র পাঠেতে হবে। এবিষয়ে আপনি আয়কর বিভাগের এই পোর্টালে (https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/knowYourAO) গিয়ে আপনার প্যান নম্বর ও ফোন নম্বর দিয়ে আপনার জুরিসডিকশনাল অ্যাসেসিং অফিসারের ঠিকানা জানতে পারবেন।

UPI Charges: এখন ইউপিআই পেমেন্ট করার জন্য লাগবে অতিরিক্ত টাকা, তবে এই গ্রাহকদের জন্য বিশেষ ছাড় রয়েছে

এবার ভুল প্যান-আধার ডিলিঙ্ক হয়ে গেলে আপনাকে ৩০শে জুনের মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করতে হবে।

🔥 PAN Card Update: আজেকেই প্যান কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জেনে নিন এই বার্তাটির সত্যতা।

🔥 PAN Aadhaar Link Fees: প্যান-আধার লিঙ্ক কি বিনামূল্যে হচ্ছে? নতুন নিয়ম অনুযায়ী প্যান-আধার লিঙ্ক করতে কত টাকা লাগবে দেখে নিন

🔥 PAN Aadhaar Link Deadline Extended: প্যান-আধার লিঙ্ক নিয়ে দারুন সুখবর, প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ালো মোদী সরকার।

🔥 Pan Aadhaar Link Deadline: ৩১ মার্চের পরে কি প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হবে? কি জানাচ্ছে আয়কর বিভাগ।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment