UPI Charges: এখন ইউপিআই পেমেন্ট করার জন্য লাগবে অতিরিক্ত টাকা, তবে এই গ্রাহকদের জন্য বিশেষ ছাড় রয়েছে

বিনামূল্যে, দ্রুত, সুরক্ষিত এবং নির্বিঘ্ন ভাবে অনলাইন পেমেন্ট করার অভিজ্ঞতা প্রদান করার জন্য ইউপিআই ভারত সহ বিশ্বের অন্যান্য দেশেও অনলাইনে টাকা লেনদেন করার একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। তবে এবার ইউপিআই লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ লাগু হওয়ার কথা উঠে আসছে।

1.1 percent additional fee for PPI UPI transactions

এবিষয়ে ২৯শে মার্চ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) টুইটারে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে PPI লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত ১.১ শতাংশ চার্জ দিতে হবে। তবে এবিষয়ে আপনার চিন্তা করার দরকার নেই। কারণ এই অতিরিক্ত চার্জ শুধুমাত্র প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট এর ক্ষেত্রেই লাগু হবে।

PAN Card Update: আজেকেই প্যান কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জেনে নিন এই বার্তাটির সত্যতা।

সম্প্রতি প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা PPI কে ইউপিআই এর সঙ্গে যুক্ত করার জন্য এক নির্দেশিকা জারি করা হয়। আর এই নির্দেশিকাকে ঘিরেই তৈরী হয় বিভ্রান্তি।

জানিয়েদি যে, প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা PPI বলতে ওয়ালেট এবং ক্রেডিট কার্ড ভিত্তিক ইউপিআই লেনদেনকে বোঝানো হচ্ছে। এক্ষেত্রে আপনি যদি পেটিএম, ফোনপে ইত্যাদির ওয়ালেট থেকে অথবা আপনার ক্রেডিট কার্ড এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করেন তাহলে আপনাকে অতিরিক্ত ১.১ শতাংশ টাকা দিতে হবে।

PAN Aadhaar Link Fees: প্যান-আধার লিঙ্ক কি বিনামূল্যে হচ্ছে? নতুন নিয়ম অনুযায়ী প্যান-আধার লিঙ্ক করতে কত টাকা লাগবে দেখে নিন

তবে আপনি যদি ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে টাকা পাঠান তাহলে আপনাকে অতিরিক্ত এক টাকাও দিতে হবে না। এক্ষেত্রে NPCI স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ব্যাঙ্ক-টু-ব্যাঙ্ক ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ী এবং গ্রাহককে কোনও রকম অতিরিক্ত চার্জ দিতে হবেনা।

এবিষয়ে NPCI জানিয়েছে যে, পেটিএম, ফোনপে, গুগল পের মতো অ্যাপ থেকে ইউপিআই পেমেন্ট করার সময় গ্রাহক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অথবা প্রিপেইড ওয়ালেট বেছে নিতে পারবে।

PAN Aadhaar Link Deadline Extended: প্যান-আধার লিঙ্ক নিয়ে দারুন সুখবর, প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ালো মোদী সরকার।

জানিয়ে রাখা দরকার যে, বর্তমানে প্রতিমাসে প্রায় ৮০০ কোটিরও বেশি ইউপিআই পেমেন্ট করা হয়। এই ৮০০ কোটি লেনদেনের মধ্যে প্রায় ৯৯.৯ শতাংশ লেনদেন ব্যাঙ্ক-টু-ব্যাঙ্ক লেনদেন হয়। অর্থাৎ প্রায় ৯৯.৯ শতাংশ লেনদেনের উপর কোনও চার্জ লাগবে না।

🔥 প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে অনেকেই করছে এই ভুল, যার কারণে ১০ হাজার টাকার জরিমানা সহ জেলও হতে পারে।

🔥 Aadhar Card Update: আধার কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আধার কার্ড! দেখে নিন কি জানাচ্ছে UIDAI

🔥 আধার কার্ডের সঙ্গে AI লিঙ্ক করতে চলেছে সরকার, এখন থেকে আধার কার্ডেও ব্যবহার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

🔥 LPG Subsidy: গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের, সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment