PAN Card Verification: প্যান-আধার লিঙ্ক করার থেকেও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্যান কার্ডের বৈধতা যাচাই করা, দেখে নিন এই সহজ পদ্ধতি

বর্তমানে দেশ জুড়ে চলছে প্যান-আধার লিঙ্ক করার মরসুম। এবিষয়ে আপনি হয়তো আপনার প্যানের সাথে আধারের লিঙ্ক ইতিমধ্যেই করে ফেলেছেন অথবা করতে চলেছেন। তবে আপনি কি জানেন আপনার প্যান কার্ডটি বৈধ কি না। কারণ প্যান কার্ড বৈধ নাহলে আসতে পারে বিভিন্ন রকমের সমস্যা। তাই আজকের এই প্রতিবেদনে আমার প্যান কার্ডের বৈধতা যাচাই করার পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করবো।

Here is how you can verify your PAN card

এখন সকলেই প্যান-আধার লিঙ্ক করা নিয়ে ব্যাস্ত। এবিষয়ে ৩১শে মার্চের সময়সীমাকে ইতিমধ্যেই বাড়িয়ে ৩০শে জুন করেছে আয়কর বিভাগ। এই সময়সীমার মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলে বন্ধ হয়ে যাবে আপনার প্যান কার্ড। তবে আপনি কি জানেন আপনার প্যান কার্ড বর্তমানে চালু আছে কি না। কারণ প্যান কার্ড আরও অন্যান্য করণেও বন্ধ হয়ে যেতে পারে। তাই প্যান-আধার লিঙ্ক করার আগে দেখে নিন আপনার প্যান কার্ড বর্তমানে আদেও বৈধ আছে কি না।

UPI Charges: এখন ইউপিআই পেমেন্ট করার জন্য লাগবে অতিরিক্ত টাকা, তবে এই গ্রাহকদের জন্য বিশেষ ছাড় রয়েছে

প্যান কার্ডের বৈধতা যাচাই করার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে, একটি প্যান কার্ড কেন অবৈধ হয়ে যায়। এবিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছে যে সরকার বিভিন্ন কারণে একজন ব্যক্তির প্যান কার্ড বন্ধ করে দেয়। যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে একাধিক প্যান কার্ড ব্যবহার করা এবং নকল প্যান কার্ড ব্যবহার করা। এই দুটি মূল কারণ ছাড়াও বেশকিছু কারণ রয়েছে প্যান কার্ডের বৈধ না থাকার পিছনে।

PAN Card Update: আজেকেই প্যান কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জেনে নিন এই বার্তাটির সত্যতা।

এবার আসা যাক প্যান কার্ডের বৈধতা যাচাই করার পদ্ধতির উপরে। প্যান কার্ডের বৈধতা যাচাই করার জন্য আপনাকে আয়কর বিভাগের ওয়েব পোর্টালে (https://www.incometax.gov.in/iec/foportal/) যেতে হবে।

আয়কর বিভাগের ওয়েব পোর্টালে গিয়ে Quick Links বিভাগের নিচের দিকে গিয়ে Verify Your PAN বিকল্পে ক্লিক করতে হবে। এরপর আপনার স্ক্রিনে একটি ফর্ম আসবে।

PAN Aadhaar Link Fees: প্যান-আধার লিঙ্ক কি বিনামূল্যে হচ্ছে? নতুন নিয়ম অনুযায়ী প্যান-আধার লিঙ্ক করতে কত টাকা লাগবে দেখে নিন

ওই ফর্মে আপনার প্যান নম্বর, জন্ম তারিখ, পুরো নাম এবং মোবাইল নম্বর দিয়ে Continue বাটনে ক্লিক করতে হবে। এরপর ওটিপি ভেরিফিকেশন করলেই আপনাকে আপনার প্যান কার্ডের বৈধতা দেখিয়ে দিবে।

🔥 PAN Aadhaar Link Deadline Extended: প্যান-আধার লিঙ্ক নিয়ে দারুন সুখবর, প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ালো মোদী সরকার।

🔥 প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে অনেকেই করছে এই ভুল, যার কারণে ১০ হাজার টাকার জরিমানা সহ জেলও হতে পারে।

🔥 Aadhar Card Update: আধার কার্ড আপডেট না করলে বন্ধ হয়ে যাবে আধার কার্ড! দেখে নিন কি জানাচ্ছে UIDAI

🔥 আধার কার্ডের সঙ্গে AI লিঙ্ক করতে চলেছে সরকার, এখন থেকে আধার কার্ডেও ব্যবহার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment