২৪ মার্চের মধ্যে করতে হবে এই কাজ, নাহোলেই বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের আগামী ২৪ শে মার্চের মধ্যে C-KYC সম্পন্ন করতে হবে। নাহোলেই বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

Bank of Baroda issues alert for customers

সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের গ্রাহকদের সেন্ট্রাল কেওয়াইসি বা C-KYC সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত গত ১৩ই মার্চ ব্যাঙ্ক অফ বরোদা একটি টুইটার পোস্টের মাধ্যমে জানাই যে, যেসব গ্রাহকদের এসএমএস অথবা ফোন করে C-KYC করতে বলা হয়েছে তার আগামী ২৪শে মার্চের মধ্যে যেন এই কাজটি সেরে নেয়। সংবাদ সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে এই কাজটি ২৪ তারিখের মধ্যে সম্পন্ন না করলে বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

Petrol-Diesel Price: মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, শীঘ্রই কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।

এবিষয়ে ব্যাঙ্ক অফ বরোদাই আপনার যদি অ্যাকাউন্ট থাকে এবং আপনি এখনো সেন্ট্রাল কেওয়াইসি করেননি তাহলে তা আপনাকে এটি শীঘ্রই করে নিতে হবে। সেন্ট্রাল কেওয়াইসি করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী ব্যাঙ্ক অফ বরোদার শাখায় প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে।

এপ্রসঙ্গে জানিয়ে রাখি যে, সেন্ট্রাল কেওয়াইসি বা C-KYC সাধারণ কেওয়াইসির মতনই তবে এক্ষেত্রে গ্রাহকদের ভিন্ন ভিন্ন আর্থিক পরিষেবা পাওয়ার জন্য বারবার কেওয়াইসি করতে হয় না।

Aadhaar Card Update: এখনই বিনামূল্যে করে নিন আধার কার্ডের এই কাজটি, নাহোলেই পরে খসাতে হবে গাঁটের করি।

সেন্ট্রাল কেওয়াইসি হল একটি এককালীন প্রক্রিয়া। অর্থাৎ আপনি যদি একবার সেন্ট্রাল কেওয়াইসি করে ফেলেন তাহলে আপনাকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, জীবন বীমা কেনা বা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা ইত্যাদির মতো কাজ গুলি করতে পুনরায় কেওয়াইসি করতে হবে না।

Ration Card: রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, রেশন দোকানে মানতে হবে এই নিয়ম, নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।

এবিষয়ে আরো জানিয়ে রাখি যে, সেন্ট্রাল কেওয়াইসি মূলত ভারত সরকারের উদ্যোগে তৈরী করা হয়েছিল। এটি একটি সরকারি পরিষেবা হওয়ার কারণে এখানে আপনার ব্যক্তিগত তথ্যও সুরক্ষিত থাকে। আপনার সেন্ট্রাল কেওয়াইসির তথ্য CERSAI (সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটাইজেশন অ্যাসেট রিকনস্ট্রাকশন অ্যান্ড সিকিউরিটি ইন্টারেস্ট অফ ইন্ডিয়া) দ্বারা পরিচালনা করা হয়।

👉 Lok Sabha Recruitment 2023: ১৭৭৫০০ টাকার বেতনে লোকসভায় চাকরির সুযোগ, দেখেনিন আবদেন করার পদ্ধতি ও যোগ্যতা।

👉 ১৫ হাজার টাকার বেতনে সরকারি চাকরির সুযোগ, রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ চলছে।

👉 Indian Railways: ট্রেন যাত্রীদের জন্য দারুন সুখবর, এখন রেলওয়ে যাত্রীদের বিনামূল্যে খাবার ও ঠান্ডা পানীয় দিবে।

👉 AIIMS Kalyani Recruitment: এমস কল্যাণী মেডিক্যালে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকার বেতনে বিভিন্ন পদে নিয়োগ চলছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment