Indian Railways: ট্রেন যাত্রীদের জন্য দারুন সুখবর, এখন রেলওয়ে যাত্রীদের বিনামূল্যে খাবার ও ঠান্ডা পানীয় দিবে।

যাতায়াতের জন্য ট্রেন ব্যবহার করেন? তাহলে আপনার জন্য বিরাট সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। কারণ ভারতীয় রেলওয়ে এখন তাদের যাত্রীদের বিনামূল্যে খাবার ও ঠান্ডা পানীয় দেওয়া ব্যাবস্তা করেছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে।

Indian Railways Big Update Now you can get free food and cold drinks in train

রেলওয়ে, যাত্রীদের সুবিধার্থে সময়ে সময়ে বিভিন্ন ধরণের সুবিধা নিয়ে আসে। তবে এই সুবিধা গুলির সম্পর্কে সচেতন না থাকার কারণে আমরা এই সুবিধা গুলি নিতে পারিনা। আজকের এই প্রতিবেদনে আমরা ভারতীয় রেলওয়ের এই ধরণেরই একটি সুবিধার ব্যাপারে আপনাদের জানাবো।

Biryani ATM: এখন এটিএম থেকেই পেয়ে যাবেন আপনার প্রিয় বিরিয়ানি, দেশে চালু হলো অভিনব প্রযুক্তির এটিএম।

IRCTC এর নিয়ম অনুযায়ী রেলওয়েকে যাত্রীদের বিনামূল্যে হালকা খাবার দিতে হয়। এই সুবিধাটি আপনার অধিকার। তবে এই সুবিধাটি শুধুমাত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্যেই। অর্থাৎ শতাব্দী ও রাজধানী মতো ট্রেনের যাত্রীদের এই সুবিধা দেওয়া হয়। এক্ষত্রে খেয়াল রাখতে হবে যে এই সুবিধা আপনাকে তখনই দেওয়া হবে যখন আপনার ট্রেন ২ ঘন্টা বা তার বেশি দেরি করে আসবে।

State Wise DA: দেশের অন্যান্য রাজ্য গুলির তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কত DA পাচ্ছে, জানলেই চোখ কপালে উঠবে।

এবিষয়ে জানিয়ে রাখি যে, রেলওয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন খাবার যাত্রীদের দিয়ে থাকে। এক্ষত্রে সকাল বেলায় ট্রেন লেট করলে যাত্রীদের বিনামূল্যে চা-কফি এবং বিস্কুটও দেওয়া হয়। আবার অন্যদিকে সন্ধ্যা বেলায় ট্রেন লেট করলে যাত্রীদের বিনামূল্যে চা-কফি পাউরুটি এবং বাটার দেওয়া হয়। এছাড়া কখনো কখনো যাত্রীদের বিনামূল্যে পাউরুটি, ডাল, সবজি ইত্যাদিও দেওয়া হয়।

👉 PAN Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে এই কাজ না সারলে আপনি আর শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন না! দ্রুত করিয়ে নিন কাজটি

👉 ২২,০০০ টাকা মাসিক বেতনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর, এখানে আবেদন করুন

👉 Cheque Book: চেকের মাধ্যমে টাকা লেনদেন করার নিয়মে বড়সড় পরিবর্তন, নতুন নিয়ম না জানলেই পরতে হবে বিপদে।

👉 Small Business Ideas: এখন ঘরে বসেই আয় করতে পারবেন মহিলারা, জেনে নিন মহিলাদের জন্য সেরা ১০টি ব্যবসা

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment