Lok Sabha Recruitment 2023: ১৭৭৫০০ টাকার বেতনে লোকসভায় চাকরির সুযোগ, দেখেনিন আবদেন করার পদ্ধতি ও যোগ্যতা।

লক্ষাধিক টাকার বেতনে চাকরির দারুন সুযোগ। ভারতীয় লোকসভায় ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকার বেতনে নিয়োগ চলছে। আবেদন করার যোগ্যতা, পদ্ধতি, বয়সসীমা সংক্রান্ত তথ্য নিম্নরূপ।

Lok Sabha Recruitment 2023 for Parliamentary Interpreter

সম্প্রতি লোকসভার অফিসিয়াল পোর্টাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৩ টি পার্লামেন্টারি ইন্টারপ্রিটার পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে চলেছে ভারতীয় লোকসভা।

এই ১৩ টি শুন্য পদের মধ্যে ২ টি পদ SC শ্রেণীর প্রার্থীদের জন্য, ৪ টি পদ OBC শ্রেণীর প্রার্থীদের জন্য এবং ১ টি পদ EWS শ্রেণীর প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে ১৩ টি পদের মধ্যে ৮ টি পদে ইংরেজি/হিন্দি স্ট্রিমের ইন্টারপ্রিটার এবং ৫ টি পদে আঞ্চলিক ভাষা গুলির স্ট্রিমের ইন্টারপ্রিটার নিয়োগ করা হবে।

১৫ হাজার টাকার বেতনে সরকারি চাকরির সুযোগ, রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ চলছে।

ইংরেজি/হিন্দি স্ট্রিমের ইন্টারপ্রিটার পদে আবেদন করার জন্য পার্থীকে ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি করতে হবে। তবে এক্ষেত্রে পার্থীকে হিন্দি বিষিয়কে ধ্যতামূলক/নির্বাচনী বিষয় হিসাবে রাখতে হবে। অথবা পার্থীকে হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি করতে হবে। তবে এক্ষেত্রে পার্থীকে ইংরেজি বিষিয়কে ধ্যতামূলক/নির্বাচনী বিষয় হিসাবে রাখতে হবে।

অন্যদিকে আঞ্চলিক ভাষা গুলির স্ট্রিমের ইন্টারপ্রিটার পদে আবেদন করার জন্য পার্থীকে ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি করতে হবে। তবে এক্ষেত্রে পার্থীকে যেকোনও একটি আঞ্চলিক ভাষার বিষিয়কে ধ্যতামূলক/নির্বাচনী বিষয় হিসাবে রাখতে হবে।

WB Health Recruitment 2023: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ২০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

পার্লামেন্টারি ইন্টারপ্রিটার পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। তবে এক্ষেত্রে SC/ST/OBC, প্রাক্তন সৈনিক ও অন্যান্য শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

পার্লামেন্টারি ইন্টারপ্রিটার পদে আবদেন করতে আগ্রহী প্রার্থীরা ভারতীয় লোকসভার অফিসিয়াল পোর্টাল https://loksabha.nic.in/ এ গিয়ে Recruitment অপশানের অন্তর্গত Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ ৩রা এপ্রিল ২০২৩ নির্ধারিত করার হয়েছে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি(https://loksabhadocs.nic.in/JRCell/Module/Notice/Advt_No_2-2023.pdf) দেখুন।

👉 কুড়ি হাজার টাকা বেতনে কলকাতা কর্পোরেশনে চাকরির সুযোগ! শুধু ইন্টারভিউ দিয়েই পাবেন এই চাকরি

👉 Biryani ATM: এখন এটিএম থেকেই পেয়ে যাবেন আপনার প্রিয় বিরিয়ানি, দেশে চালু হলো অভিনব প্রযুক্তির এটিএম।

👉 রাজ্যের বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই অনলাইনে আবেদন করুন

👉 Asha Karmi Recruitment: রাজ্যের মাধ্যমিক পাস মহিলাদের জন্য চাকরির সুযোগ, ৩৭ টি শুন্য পদে আসা কর্মী নিয়োগ চলছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment