স্নাতকোত্তর চাকরি প্রার্থীদের জন্য সরকরি চাকরির দারুন সুযোগ। রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে মাসিক ১৫ হাজার টাকার বেতনে নিয়োগ চলছে। আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি জানতে এই প্রতিবেদটি পড়তে থাকুন।

প্রসঙ্গত গত ১০ই মার্চ পশ্চিম মেদিনীপুর সরকরের অফিসিয়াল পোর্টাল থেকে এক চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী খড়গপুর-১ নম্বর ব্লকে “ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর” পদে নিয়োগ চলছে বলে জানা যাচ্ছে। এই পদে আবেদন করার যোগ্যতা ও বয়সসীমা নিম্নরূপ।
ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে আবদেন করার জন্য পার্থীকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সোশ্যল সায়েন্স/সোশিয়োলজি/সোশ্যাল অ্যানথ্রপোলজি/সোশ্য়াল ওয়ার্ক/রুরাল ডেভেলপমেন্ট/ ইকনমিক বিষয়ে গ্রাজুয়েটে হতে হবে। তবে প্রার্থী অন্য কোনও বিষয়ে গ্রাজুয়েটে হলেও আবেদন করতে পারবে। কিন্তু এক্ষেত্রে পার্থীর কাছে ন্যূনতম ২ বছরের স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচির অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া প্রার্থীরকে MS Office এবং ইন্টারনেট ব্যবহার করা জনাতে হবে। এক্ষেত্রে প্রার্থীর কাছে যদি ASHA কর্মসূচির অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এবিষয়ে আরো একটি কথা জানিয়ে রাখি যে শুধু মাত্র খড়গপুর ব্লকের অন্তর্গত বাসিন্দারাই এই পদের জন্য আবেদন করতে পারবে।
কুড়ি হাজার টাকা বেতনে কলকাতা কর্পোরেশনে চাকরির সুযোগ! শুধু ইন্টারভিউ দিয়েই পাবেন এই চাকরি
ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১লা জানুয়ারি ২০২৩ অনুযায়ী ৪০ বছরের বেশি হওয়া যাবে না। তবে এক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি SC/ST শ্রেণীর হয় তাহলে ৫ বছর এবং OBC শ্রেণীর হয় তাহলে ৩ বছরের বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদের জন্য মাসিক বেতন ১৫০০০ টাকা নির্ধারিত করা হয়েছে। এবং বর্তমানে শুধুমাত্র একটি খালি পদেই নিয়োগ চলছে।
এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি (https://www.paschimmedinipur.gov.in/system/files/notification/employment_notice_form_0.pdf) থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে, পূরণ করে নিম্নের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এক্ষেত্রে আবেদন পত্র আগামী ২৫শে মার্চ বিকাল ৫ টার মধ্যে উক্ত ঠিকানায় পৌঁছে যেতে হবে।
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই অনলাইনে আবেদন করুন
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Sub-Divisional Office & Member Secretary, Kharagpur Sub Division, At Kharagpur, P.O- Kharagpur,Dist- Paschim Medinipur, Pin-721301
👉 SBI Recruitment 2023: SBI ব্যাঙ্কে ৪০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।