AIIMS Kalyani Recruitment: এমস কল্যাণী মেডিক্যালে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকার বেতনে বিভিন্ন পদে নিয়োগ চলছে।

কল্যাণী এমস বিভিন্ন পদের চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে দারুন সুখবর। সম্প্রতি অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এর কল্যাণী শাখার অফিসিয়াল পোর্টাল থেকে এক চাকরির নোটিফিকেশন জারি করা হয়। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এমস কল্যাণীতে মেডিক্যাল অফিসার, নার্স, কাউন্সেলর এবং ডেটা ম্যানেজার পদে নিয়োগ চলছে।

AIIMS Kalyani Recruitment 2023 for various posts

প্রসঙ্গত গত ১৪ই মার্চ এমস কল্যাণী একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা। বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিক্যাল অফিসারের ১ টি পদে, নার্স এর ৫ টি পদে, কাউন্সেলরের ১ টি পদে এবং ডেটা ম্যানেজারের ১ টি পদে নিয়োগ চলছে। এই পদ গুলিতে আবেদন করার যোগ্যতা, বয়সসীমা ও বেতন নিম্নরূপ।

মেডিক্যাল অফিসার: এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে MBBS হতে হবে। তবে এক্ষেত্রে প্রার্থী যদি MD হয় তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ৬২ বছরের বেশি হওয়া যাবেনা। এক্ষেত্রে কল্যাণী এমস মেডিক্যাল অফিসার পদের বেতন ৬০,০০০ টাকা নির্ধারিত করছে।

Lok Sabha Recruitment 2023: ১৭৭৫০০ টাকার বেতনে লোকসভায় চাকরির সুযোগ, দেখেনিন আবদেন করার পদ্ধতি ও যোগ্যতা।

নার্স: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ANM হতে হবে। তবে এবিষয়ে জানিয়ে রাখি যে GNM/BSc Nursing প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে নার্স পদের বেতন ২০,০০০ টাকা নির্ধারিত কোয়ার হয়েছে।

কাউন্সেলর: কল্যাণী এমস এর এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে Psychology/Social work/Sociology বিষয়ে গ্রাজুয়েটে হতে হবে। তবে প্রার্থী যদি উক্ত বিষয় গুলিতে মাস্টার্স হয় তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে কল্যাণী এমস, কাউন্সেলর পদের বেতন ২০,০০০ টাকা নির্ধারিত করছে।

১৫ হাজার টাকার বেতনে সরকারি চাকরির সুযোগ, রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ চলছে।

ডেটা ম্যানেজার: এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে গ্রাজুয়েটে হতে হবে। এক্ষেত্রে প্রার্থীর কাছে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ডেটা ম্যানেজার পদের ক্ষেত্রে ১৫,০০০ টাকার মাসিক বেতন নির্ধারিত করা হয়েছে।

উক্ত পদ গুলিতে আবদেন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আগামী ২৯শে মার্চের মধ্যে এই ইমেলে আবেদন পত্র পাঠাতে হবে – [email protected]। এবিষয়ে জানিয়েদি যে আবেদন পত্র অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।

Ration Card: রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, রেশন দোকানে মানতে হবে এই নিয়ম, নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি – https://aiimskalyani.edu.in/wp-content/uploads/2023/03/15.3.23_Final_ATF_Recruitment_Advertisement_14.03.2023.pdf

👉 Indian Railways: ট্রেন যাত্রীদের জন্য দারুন সুখবর, এখন রেলওয়ে যাত্রীদের বিনামূল্যে খাবার ও ঠান্ডা পানীয় দিবে।

👉 National Pension Scheme: প্রতিমাসে মাত্র ২ হাজার টাকা জমালেই পাবেন ৪৫ লক্ষ টাকা, এখনই বিনিয়োগ করুন এই সরকারি স্কিমে।

👉 WB Health Recruitment 2023: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ২০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

👉 কুড়ি হাজার টাকা বেতনে কলকাতা কর্পোরেশনে চাকরির সুযোগ! শুধু ইন্টারভিউ দিয়েই পাবেন এই চাকরি

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment