কল্যাণী এমস বিভিন্ন পদের চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে দারুন সুখবর। সম্প্রতি অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান এর কল্যাণী শাখার অফিসিয়াল পোর্টাল থেকে এক চাকরির নোটিফিকেশন জারি করা হয়। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এমস কল্যাণীতে মেডিক্যাল অফিসার, নার্স, কাউন্সেলর এবং ডেটা ম্যানেজার পদে নিয়োগ চলছে।
প্রসঙ্গত গত ১৪ই মার্চ এমস কল্যাণী একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা। বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিক্যাল অফিসারের ১ টি পদে, নার্স এর ৫ টি পদে, কাউন্সেলরের ১ টি পদে এবং ডেটা ম্যানেজারের ১ টি পদে নিয়োগ চলছে। এই পদ গুলিতে আবেদন করার যোগ্যতা, বয়সসীমা ও বেতন নিম্নরূপ।
মেডিক্যাল অফিসার: এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে MBBS হতে হবে। তবে এক্ষেত্রে প্রার্থী যদি MD হয় তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ৬২ বছরের বেশি হওয়া যাবেনা। এক্ষেত্রে কল্যাণী এমস মেডিক্যাল অফিসার পদের বেতন ৬০,০০০ টাকা নির্ধারিত করছে।
নার্স: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ANM হতে হবে। তবে এবিষয়ে জানিয়ে রাখি যে GNM/BSc Nursing প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে নার্স পদের বেতন ২০,০০০ টাকা নির্ধারিত কোয়ার হয়েছে।
কাউন্সেলর: কল্যাণী এমস এর এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে Psychology/Social work/Sociology বিষয়ে গ্রাজুয়েটে হতে হবে। তবে প্রার্থী যদি উক্ত বিষয় গুলিতে মাস্টার্স হয় তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে কল্যাণী এমস, কাউন্সেলর পদের বেতন ২০,০০০ টাকা নির্ধারিত করছে।
১৫ হাজার টাকার বেতনে সরকারি চাকরির সুযোগ, রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ চলছে।
ডেটা ম্যানেজার: এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে গ্রাজুয়েটে হতে হবে। এক্ষেত্রে প্রার্থীর কাছে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবদেন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ডেটা ম্যানেজার পদের ক্ষেত্রে ১৫,০০০ টাকার মাসিক বেতন নির্ধারিত করা হয়েছে।
উক্ত পদ গুলিতে আবদেন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আগামী ২৯শে মার্চের মধ্যে এই ইমেলে আবেদন পত্র পাঠাতে হবে – [email protected]। এবিষয়ে জানিয়েদি যে আবেদন পত্র অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি – https://aiimskalyani.edu.in/wp-content/uploads/2023/03/15.3.23_Final_ATF_Recruitment_Advertisement_14.03.2023.pdf
👉 কুড়ি হাজার টাকা বেতনে কলকাতা কর্পোরেশনে চাকরির সুযোগ! শুধু ইন্টারভিউ দিয়েই পাবেন এই চাকরি