Petrol-Diesel Price: মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, শীঘ্রই কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।

দেশের মধ্যবিত্তের জন্য এই মুহূর্তের সবথেকে বড় সুখবর। শীঘ্রই পেট্রোল-ডিজেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমতে চলেছে। অনেকটা এমনি ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক বাজার।

Petrol-Diesel prices are coming down soon

প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত ১৬ মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ হারে কমেছে। একদিকে যেমন মার্কিন তেলের দাম ৫ শতাংশ হারে কমেছে তেমন অন্যদিকে মিডিল ইষ্টেও অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ হারে কমেছে।

Aadhaar Card Update: এখনই বিনামূল্যে করে নিন আধার কার্ডের এই কাজটি, নাহোলেই পরে খসাতে হবে গাঁটের করি।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পাশাপাশি দেশিও বাজারেও অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ কম দামে ট্রেড হচ্ছে। এবং এই কারণেই বিশেষজ্ঞদের এক অংশ মনে করছে যে দেশে পেট্রোল-ডিজেলের দাম ১০ থেকে ১৫ টাকা কমতে পারে। তবে এবিষয়ে বিশেষজ্ঞদের অন্য অংশ জানাচ্ছে যে, ভারতে পেট্রোল-ডিজেলের দাম এতটা নাও কমতে পারে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া দায়ী করা হচ্ছে অনিশ্চিত অর্থনীতিকে। সম্প্রতি বিশ্বের সবথেকে বড় অর্থনীতির দেশ, মার্কিন যুক্ত রাষ্ট্রে বেশ কয়েকটি ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অনিশ্চিয়তা আরো বেড়েছে। এবং এই কারণেই ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ৭০ ডলারে এসে পৌঁছেছে, যা গত ১৬ মাসের সর্বনিম্ন।

Ration Card: রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, রেশন দোকানে মানতে হবে এই নিয়ম, নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।

এপ্রসঙ্গে বর্তমানে দেশের কোন শহরে পেট্রোল-ডিজেলের কত দাম সেটাও জেনে রাখ দরকার। প্রসঙ্গত আজ অর্থাৎ ১৬ই মার্চ দেশের রাজধানীতে পেট্রোলের দাম ৯৬.৭২ এবং ডিজেলের দাম ৮৯.৬২ টাকা। আবার কলকাতায় আজকে পেট্রোলের দাম ১০৬.০৩ এবং ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। অন্যদিকে মুম্বাইয়ে আজকে পেট্রোলের দাম ১০৬.৩১ এবং ডিজেলের দাম ৯৪.২৭ টাকা।

এক্ষেত্রে পেট্রোল-ডিজেলের দাম যদি ১০ থেকে ১৫ টাকা কমে তাহলে সারা দেশে প্রায় ৮৫ টাকার আশপাশে পেট্রোল-ডিজেল কিনতে পারবে সাধারণ মানুষ।

👉 ৮০০০০ টাকার বেতনে WBPDCL সংস্থায় চাকরির সুযোগ, ইন্টারভিউ এর মাধ্যমে একাধিক পদে নিয়োগ চলছে।

👉 AIIMS Kalyani Recruitment: এমস কল্যাণী মেডিক্যালে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকার বেতনে বিভিন্ন পদে নিয়োগ চলছে।

👉 Lok Sabha Recruitment 2023: ১৭৭৫০০ টাকার বেতনে লোকসভায় চাকরির সুযোগ, দেখেনিন আবদেন করার পদ্ধতি ও যোগ্যতা।

👉 ১৫ হাজার টাকার বেতনে সরকারি চাকরির সুযোগ, রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ চলছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment