Ration Card: রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, রেশন দোকানে মানতে হবে এই নিয়ম, নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।

রেশন কার্ডের সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তের বড় খবর। রেশন দোকানের প্রতারণার হাত থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য কেন্দ্র সরকার নতুন নিয়ম জারি করতে চলেছে। এই নিয়ম লাগু হওয়ার পর অসৎ রেশন দোকানদাররা সাধারণ মানুষদের কোনও ভাবেই ঠকাতে পারবেনা।

New rules to protect ration card holders from ration shop scams

প্রসঙ্গত মোদী সরকার এক দেশ এক রেশন কর্মসূচির অন্তর্গত ইতিমধ্যেই দেশের সমস্ত রেশন দোকানে অনলাইন ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল ডিভাইস বাধ্যতামূলক করেছে। এবার এই কর্মসূচির হাত ধরেই আরো একটি বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার।

Biryani ATM: এখন এটিএম থেকেই পেয়ে যাবেন আপনার প্রিয় বিরিয়ানি, দেশে চালু হলো অভিনব প্রযুক্তির এটিএম।

এই পিওএস মেশিন বা পয়েন্ট অফ সেল মেশিনের সাহায্যেই বর্তমানে রেশন দেওয়া হচ্ছে। তবে এখন থেকে এই পিওএস মেশিন নিয়ে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। প্রসঙ্গত এখন থেকে পয়েন্ট অফ সেল মেশিনের সাথে ইলেকট্রনিক স্কেল সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই নিয়ম চালু হওয়ার ফলে অসৎ রেশন দোকানদাররা সাধারণ মানুষদের কোনও ভাবেই কম রেশন সামগ্রী দিয়ে ঠকাতে পারবেনা। প্রসঙ্গত দেশে এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে অসৎ রেশন দোকানদার গ্রহকদের রেশন সামগ্রীর ওজনে প্রতারণা করতো। তবে এখন থেকে এই প্রতারণার ঝুঁকি থেকে সাধারণ গ্রাহকরা রক্ষা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই অনলাইনে আবেদন করুন

সরকারকে দ্বারা জারি করা তথ্য অনুযায়ী জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই পরিবর্তন করা হয়েছে। সরকারের দাবি যে এই সিদ্ধান্ত রেশন দোকানের স্বচ্ছতা ও ওজনের প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে।

এবিষয়ে জানিয়ে রাখি যে, পরিবর্তনটি আপনার নিকটবর্তী রেশন দোকানে খুব শীঘ্রই কার্যকর হতে চলেছে।

👉 Asha Karmi Recruitment: রাজ্যের মাধ্যমিক পাস মহিলাদের জন্য চাকরির সুযোগ, ৩৭ টি শুন্য পদে আসা কর্মী নিয়োগ চলছে।

👉 SBI Recruitment 2023: SBI ব্যাঙ্কে ৪০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

👉 State Wise DA: দেশের অন্যান্য রাজ্য গুলির তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কত DA পাচ্ছে, জানলেই চোখ কপালে উঠবে।

👉 PAN Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে এই কাজ না সারলে আপনি আর শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন না! দ্রুত করিয়ে নিন কাজটি

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment