সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF) চাকরির দারুন সুযোগ। কনস্টেবল তথা টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে CRPF। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯২১২ টি শুন্য পদে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে।
CRPF এই ৯২১২ টি খালি পদের মধ্যে ৯১০৫ টি পদে পুরুষ প্রার্থী ও ১০৭ টি পদে মহিলা প্রার্থী নিয়োগ করতে চলেছে। এই ৯২১২ টি শুন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মোট ৭১২ টি প্রার্থী নেওয়া হবে বলে জানিয়েছে CRPF, যার মধ্যে ৭০৭ টি পুরুষ প্রার্থী ও ৫ টি মহিলা প্রার্থীর শুন্য পদ রয়েছে।
৮০০০০ টাকার বেতনে WBPDCL সংস্থায় চাকরির সুযোগ, ইন্টারভিউ এর মাধ্যমে একাধিক পদে নিয়োগ চলছে।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী CRPF কনস্টেবলের Driver, Motor Mechanic Vehicle, Cobbler, Carpenter, Tailor, Brass Band, Pipe Band, Buglar, Gardner, Painter, Cook, Water Carrier, Washerman, Barber, Safai Karmachari এবং Hair Dresser এর পদে নিয়োগ করতে চলেছে। এই পদগুলির মাসিক বেতন ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা নির্ধারিত করা হয়েছে। উক্ত পদ গুলিতে আবেদন করার যোগ্যতা নিম্নরূপ।
ড্রাইভার (Driver): এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কেন্দ্রীয় বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম ম্যাট্রিক পাস হতে হবে। এছাড়া প্রার্থীর কাছে ভারী ট্রান্সপোর্ট ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
মোটর ভেহিকেল মেকানিক (Motor Mechanic Vehicle): এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বোর্ড থেকে ১০+২ পরীক্ষা পদ্ধতিতে ন্যূনতম ম্যাট্রিকুলেট বা দশম শ্রেণী পাস হতে হবে। এছাড়া প্রার্থীর কাছে মোটর ভেহিকেল মেকানিকের সার্টিফিকেটে থাকতে হবে।
এছাড়া অন্যান্য পদে আবেদন করার জন্য প্রার্থীকে কেন্দ্রীয় বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম ম্যাট্রিক পাস হতে হবে। এবং তার পাশাপাশি প্রার্থীকে সেই পদে দক্ষ হতে হবে। এবিষয়ে অতিরিক্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://crpf.gov.in/recruitment-details.htm?263/AdvertiseDetail) দেখুন।
এক্ষেত্রে ড্রাইভার পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ২৭ এর মধ্যে হতে হবে। এবং অন্যান্য পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST/OBC, প্রাক্তন সৈনিক ও অন্যান্য বিশেষ শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্ধ সীমায় ছাড় রয়েছে।
উক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা CRPF এর অফিসিয়াল পোর্টাল https://crpf.gov.in/ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে আবেদন পক্রিয়া আগামী ২৭শে মার্চ থেকে শুরু হবে যা আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত চলবে। এবিষয়ে জানিয়ে রাখি যে আবেদন করার জন্য প্রার্থীদের ১০০ টাকার আবেদন ফি দিতে হবে। তবে আবেদনকারী প্রার্থী যদি SC/ST অথবা মহিলা হন তাহলে কোনও আবেদন ফি দিতে হবে না।
👉 ১৫ হাজার টাকার বেতনে সরকারি চাকরির সুযোগ, রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ চলছে।