Aadhaar Card Update: এখনই বিনামূল্যে করে নিন আধার কার্ডের এই কাজটি, নাহোলেই পরে খসাতে হবে গাঁটের করি।

বর্তমানে যেমন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য খসাতে হচ্ছে ১০০০ টাকা করে তেমন কিছুদিন পর আধার কার্ড আপডেটের জন্যেও খসাতে হবে গাঁটের করি। তাই সময় থাকতে বিনামূল্যে আধার কার্ড আপডেট করে নেওয়ার পরামর্শ দিচ্ছে UIDAI।

Update your Aadhaar card for free from March 15 to June 14

প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার যে কাজে এখন ১০০০ টাকা করে খরচ করতে হচ্ছে সেই কাজটিই ২০২২ সাল পর্যন্ত বিনামূল্যে সেরে নেওয়ার সুবিধা দিয়ে ছিলো সরকার। এবার আধার কার্ড আপডেট করার ক্ষেত্রেও এই রকমই একটা ব্যবস্থা চালু হতে চলেছে।

Indian Railways: ট্রেন যাত্রীদের জন্য দারুন সুখবর, এখন রেলওয়ে যাত্রীদের বিনামূল্যে খাবার ও ঠান্ডা পানীয় দিবে।

প্রসঙ্গত UIDAI গত কয়েক দিন ধরেই ১০ বছরের পুরোনো আধার কার্ডকে আপডেট করার পরামর্শ দিচ্ছে। এবার এই মর্মে UIDAI ঘোষণা করছে যে ১৫ই মার্চ থেকে ১৪ই জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আপনি আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন।

তবে এবিষয়ে জানিয়ে রাখা দরকার যে, UIDAI শুধুমাত্র অনলাইন আধার আপডেটের ক্ষেত্রেই এই সুবিধাটি দিচ্ছে, আপনি যদি আধার সেন্টার থেকে আপনার আধার কার্ড আপডেট করেন তাহলে আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে।

National Pension Scheme: প্রতিমাসে মাত্র ২ হাজার টাকা জমালেই পাবেন ৪৫ লক্ষ টাকা, এখনই বিনিয়োগ করুন এই সরকারি স্কিমে।

কি বলছে UIDAI?

এবিষয়ে UIDAI জানাচ্ছে যে, যদি আপনার আধার কার্ড ১০ বছর বা তার আগের হয় এবং আপনি আপনার আধার কার্ড গত ১০ বছরে একবারও আপডেট করেননি তাহলে আপনাকে অতি শীঘ্রই আপনার আপনার আধার কার্ড আপডেট করতে হবে।

এবিষয়ে UIDAI জনসংখ্যা সংক্রান্ত নথি, প্রুফ অফ আইডেন্টিটি ও প্রুফ অফ এড্রেস আপডেট করার নির্দেশ দিচ্ছে। এক্ষেত্রে আপনি যদি আধার কেন্দ্র থেকে এই কাজ করেন তাহলে আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে। তবে আপনি যদি অনলাইনের মাধ্যমে এই কাজ করেন তাহলে আপনাকে ১৫ই মার্চ থেকে ১৪ই জুন পর্যন্ত কোনও ফি দিতে হবে না। এবিষয়ে সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে অনলাইনের মাধ্যমে ১৪ই জুনের পর আধার কার্ড আপডেট করার জন্য ২৫ টাকা করে লাগতে পারে।

Ration Card: রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, রেশন দোকানে মানতে হবে এই নিয়ম, নাহলেই পরতে হবে বিরাট সমস্যায়।

কিভাবে বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করবেন?

আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে মাই আধার পোর্টাল myaadhaar.uidai.gov.in এ যেতে হবে। মাই আধার পোর্টাযে গিয়ে আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে লগইন করতে হবে। এর পর মাই আধার ড্যাশবোর্ডের “Document Update” অপশনে ক্লিক করতে হবে।

১৫ হাজার টাকার বেতনে সরকারি চাকরির সুযোগ, রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ চলছে।

তারপর আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদির মধ্যে থেকে একটি বেছে নিতে হবে এবং প্রুফ অফ এড্রেস হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদির মধ্যে থেকে একটি বেছে নিতে হবে। এরপর বেছে নেওয়া ডকুমেন্ট গুলির ছবি আপলোড করে জমা দিয়ে দিতে হবে। তারপর কিছুদিনের মধ্যেই আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে।

👉 Lok Sabha Recruitment 2023: ১৭৭৫০০ টাকার বেতনে লোকসভায় চাকরির সুযোগ, দেখেনিন আবদেন করার পদ্ধতি ও যোগ্যতা।

👉 WB Health Recruitment 2023: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ২০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

👉 কুড়ি হাজার টাকা বেতনে কলকাতা কর্পোরেশনে চাকরির সুযোগ! শুধু ইন্টারভিউ দিয়েই পাবেন এই চাকরি

👉 ৮০০০০ টাকার বেতনে WBPDCL সংস্থায় চাকরির সুযোগ, ইন্টারভিউ এর মাধ্যমে একাধিক পদে নিয়োগ চলছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment