বিমান সংস্থা IndiGo নিয়ে এসেছে দারুন চাকরির সুযোগ। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া চালানোর কাজে নিয়োগ করছে IndiGo সংস্থা।
প্রসঙ্গত বিমান সংস্থা IndiGo সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি প্রার্থী নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই চাকরিতে কর্মচারীকে সোশ্যাল মিডিয়ায় সংক্রন্ত বেশকিছু কাজ করতে হবে।
২৪ মার্চের মধ্যে করতে হবে এই কাজ, নাহোলেই বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
কি কাজ করতে হবে?
IndiGo সংস্থার তরফে জানানো হয়েছে এই সোশ্যাল মিডিয়ায় সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মচারীকে নিম্নের কাজ গুলি করতে হবে।
১: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে গ্রাহকে গ্রাহক দ্বারা তোলা অভিযোগ ও প্রশ্ন গুলির সমাধান করতে হবে।
২: সোশ্যাল মিডিয়াই কোনও সংবেদনশীলত পরিস্থিতি তৈরী হলে তা সিআর টিমকে জানাতে হবে।
৩: একটি নির্দিষ্ট মামলা সম্পর্কে তথ্য জমা করতে হবে।
৪: প্রয়োজন হলে গ্রাহককে ফোন করে তার সমস্যার সমাধান করতে হবে।
৫: সংস্থার প্রতি গ্রাহকদের মনে ভালোবাসা জাগানোর জন্য নিয়মিত পোস্ট করতে হবে।
৬: এবিষয়ে অন্যান্য কাজ গুলি দেখতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি (https://goindigo.app.param.ai/jobs/executive-social-media-099/) দেখুন।
CRPF Recruitment 2023: ৯২১২ টি শুন্য পদে CRPF এ নিয়োগ চলছে, দেখেনিন আবেদন করার যোগ্যতা ও পদ্ধতি।
আবেদন করার যোগ্যতা: সোশ্যাল মিডিয়ায় সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য প্রার্থীর কাছে ন্যূনতম যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এছাড়া প্রার্থীর কাছে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীর কাছে যদি গ্রাহক পরিষেবা, অভিযোগ পরিচালনা, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্টে ২ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
Petrol-Diesel Price: মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, শীঘ্রই কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।
IndiGo সংস্থার সোশ্যাল মিডিয়ায় সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তির “Apply Now” বাটনে ক্লিক করে এই পদের জন্য আবেদন করতে পারবে। এবিষয়ে জানিয়ে রাখি যে এক্ষেত্রে প্রার্থীর পোস্টিং IndiGo সংস্থার গুরুগ্রাম অফিসে হবে।
👉 ৮০০০০ টাকার বেতনে WBPDCL সংস্থায় চাকরির সুযোগ, ইন্টারভিউ এর মাধ্যমে একাধিক পদে নিয়োগ চলছে।
👉 লক্ষাধিক টাকার বেতনে মিনিস্ট্রি অফ জল শক্তিতে চাকরির সুযোগ। এখনই আবেদন করুন।