Morning School: বাড়ছে না গরমের ছুটি! তাহলে তাপপ্রবাহের কারণে মর্নিং স্কুল হবে নাকি? কি জানাচ্ছে রাজ্য?

কাল বাদ পরশু শেষ হচ্ছে গরমের ছুটি, ১৫ তারিখ থেকে খুলবে রাজ্যের সরকারি স্কুলগুলি। কিন্তু এখনও রাজ্যের বেশকিছু জেলাতে রয়েছে দাবদাহ গরম এবং তাপপ্রবাহের দাপট। এমন পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক এবং পড়ুয়া সকলের মনেই একটাই প্রশ্ন, গরমের ছুটি বাড়বে?

বাড়ছে না গরমের ছুটি! তাহলে তাপপ্রবাহের কারণে মর্নিং স্কুল হবে নাকি? কি জানাচ্ছে রাজ্য?

এবিষয়ে ইতিমধ্যেই শিক্ষা মহলে শুরু হয়েছে বেশকিছু জল্পনা। একদিকে বলা হচ্ছে গরমের ছুটি আর বাড়বে না, কারণ ছুটি বাড়ানোর হলে রাজ্যের তরফে এত দিনে হয়তো জানিয়ে দেওয়া হতো। বিশেষজ্ঞরা বলছেন আজ হয়ে গেলো ১২ তারিখ এবং কাল বাদ পরশুই ছুটির শেষ দিন। তাই সরকারের তরফে ছুটি হয়তো আর বাড়ানো হবে না।

তবে এবিষয়ে অন্য এক অংশ থেকে জানা যাচ্ছে যে, হয়তো গত বছরের মতো এবছরও ২৬শে জুন পর্যন্ত ছুটি বাড়িয়ে দেওয়া হবে। জানিয়ে রাখি যে, গত বছরও ১৫ই জুন থেকেই সরকারি স্কুলগুলি খোলার কথা ছিল কিন্তু গরম এবং তাপপ্রবাহের কথা মাথায় রেখে রাজ্য স্কুল শিক্ষা দফতর গরমের ছুটি বাড়িয়ে ২৬শে জুন পর্যন্ত করে দেয়।

এটাও পড়ুন School Reopening Guidelines: খুলছে সরকারি স্কুল, তবে থাকছে কিছু নতুন নিয়ম ও নির্দেশিকা! দেখে নিন বিস্তারিত

অনেকেই বলছেন যে, এবছরও এমনটাই হওয়ার সম্ভাবনা আছে। তবে এই জল্পনা গুলির মধ্যে একটি জল্পনা যা এই গরমের সমস্যার সমাধান করতে পারে সেটি হলো মর্নিং স্কুল। এবিষয়ে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা মহলে কয়েকবার মর্নিং স্কুল মানে সকালে স্কুল শুরু করার দাবি উঠছে

এটাও পড়ুন Krishak Bondhu: বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারে! বন্ধ হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, শীঘ্রই করতে হবে এই কাজ

বিশেষজ্ঞরা বলছে ছুটি বাড়ানোর পরিবর্তে সকালে স্কুল শুরু করা গেলে একদিকে যেমন পড়ুয়াদের পঠন-পাঠনেও কোনোরকম বিঘ্নও আসবে না, তেমন অন্যদিকে অত্যাধিক গরম এবং তাপপ্রবাহের সমস্যাও আর থাকবে না। অনেকেই বলছে সকাল সাড়ে ৬ টা-৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত স্কুল হলে ভালো হয়।

এটাও পড়ুন School Reopening: পাকাপাকি হয়ে গেলো স্কুল খোলার তারিখ! সঙ্গে মিড ডে মিল নিয়েও নতুন নির্দেশিকা রাজ্যের

তবে মর্নিং স্কুলের সাথে রয়েছে নতুন নতুন সমস্যা, একদিকে যেমন স্কুল থেকে দূরে অবস্থিত শিক্ষক-শিক্ষিকাদের সকালে স্কুলে পৌঁছাতে অসুবিধা হবে তেমন অন্যদিকে ক্লাস টাইমও কমে যাবে। হয়তো এই কারণের জন্যই রাজ্য স্কুল শিক্ষা দফতর মর্নিং স্কুল শুরু করার সিদ্ধান্ত নেয়নি।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment