শুরু হয়েছে ২০২৩ এর জুন মাস, আর এই জুন মাস শেষ হওয়ার আগেই সারতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। এই গুরুত্বপূর্ণ কাজ গুলির মধ্যে রয়েছে এমন কয়েকটি কাজ যা মাস শেষ হওয়ার আগে না সারতে পারলে পড়বেন বিরাট সমস্যায়, হাজার হাজার টাকার জরিমানা থেকে শুরু করে হাজার হাজার টাক লস।

জুন ২০২৩ এর শেষ হওয়ার আগে যে, তিনটি কাজ করতে হবে সেগুলি হলো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা এবং উচ্চতর পেনশনের জন্য আবেদন করা। এক্ষেত্রে সবার প্রথমে আধার কার্ড আপডেট করার কাজটি করে নেওয়া উচিত, কেননা এই কাজটি করার শেষ তারিখ আগামী ১৪ই জুন।
আধার কার্ডের ডকুমেন্ট আপডেট
আধার কার্ড আপডেট করার জন্য হাতে আর মাত্র সপ্তাহ খানেকের সময় রয়েছে। আগামী ১৪ই জুন পর্যন্ত এই কাজটি আপনি বিনামূল্যেই করতে পারবেন। তবে ১৪ই জুনের মধ্যে আধার কার্ড আপডেট করার কাজটি না করতে পারলে, পরে আপনাকে টাকা দিয়ে এই কাজটি করতে হবে।
এক্ষেত্রে ১৪ই জুনের মধ্যে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে সবার প্রথমে মাই আধার পোর্টালে যেতে হবে। এবং সেখানে গিয়ে আপনার নাম ঠিকানার তথ্য আপলোড করতে হবে। এই কাজটি করার সম্পূর্ণ পদ্ধতিটি ধাপে ধাপে দেখার জন্য নিচের প্রতিবেনটি পড়ুন।
এটাও পড়ুন Aadhaar Card: এটাই শেষ সুযোগ! এখনই আধার কার্ডের এই কাজটি না করলে পড়বেন বিরাট সমস্যায়
উচ্চতর পেনশনের আবেদন
এই তালিকায় দ্বিতীয় নম্বরের কাজিট হচ্ছে উচ্চতর পেনশনের জন্য আবেদন করা। এক্ষেত্রে এই কাজটি ইপিএফ গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটাই উচ্চতর পেনশনের জন্য আবেদন করার শেষ সুযোগ। এক্ষেত্রে আগামী ২৬শে জুনের মধ্যেই উচ্চতর পেনশনের জন্য আবেদন করতে হবে।
এটাও পড়ুন Air Conditioner: এসি আছে বাড়িতে? এই নিয়মগুলি না মানলেই দিতে হবে হাজার হাজার টাকার জরিমানা
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক
এই তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ এবং শেষ কাজটি হচ্ছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা। আপনি হয়তো ইতিমধ্যেই এই বিষয়টির ব্যাপারে জানেন। তবে বর্তমানে দেশের হাজার হাজার মানুষের প্যান-আধার লিঙ্ক হয়নি। এক্ষেত্রে এই কাজটি করার জন্য ৩০শে জুন সময় দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্সের অফিসিয়াল পোর্টাল থেকে হাজার টাকার জরিমানা ভোরে এই কাজটি করতে হবে।