Govt Employees Salary: বদলে গেলো সরকারি কর্মচারীদের ভাগ্য! মাস শেষ হওয়ার আগেই অ্যাকাউন্টে চলে আসবে মাইনে

বর্তমানে সরকারি কর্মচারী থেকে শুরু করে বেসরকারি কর্মচারী সকলেই তাদের বেতন মাস শেষ হওয়ার পরেই পান। কিন্তু ভাবুনতো মাস শেষ হওয়ার আগেই মাইনে তোলার সুযোগ পেলে কেমন হয়। অনেকটা এমনি সুবিধা এবার পেতে চলেছে সরকারি কর্মচারীরা। তবে এ রাজ্যের নয়, আমরা এখানে মূলত রাজস্থানের সরকারি কর্মচারীদের কথা বলছি।

বদলে গেলো সরকারি কর্মচারীদের ভাগ্য! মাস শেষ হওয়ার আগেই অ্যাকাউন্টে চলে আসবে মাইনে

সম্প্রতি রাজস্থান সরকার তাদের সরকারি কর্মচারীদের জন্য নিয়ে এসেছে একটি দারুন সুবিধা। এখন সরকারি কর্মচারীরা পাবেন অগ্রিম বেতন তোলার সুবিধা। এক্ষেত্রে একজন সরকারি কর্মচারী মাসের যেকোনো তারিখে যতবার খুশি ততবার তার উক্ত মাসের বেতন তুলতে পারবেন। তবে এক্ষেত্রে মাসিক বেতনের ৫০ শতাংশই বেতন তোলা যাবে।

এবিষয়ে জানানো হয়েছে যে, একজন সরকারি কর্মচারী মাসের ২১ তারিখে মধ্যে যতটা অগ্রিম বেতন নিবে ঠিক ততটাই মাসের শেষে তার মূল মাসিক বেতন থেকে কেটে নেওয়া হবে। এক্ষেত্রে সবথেকে সুবিধার বিষয় হচ্ছে যে, সরকারি কর্মচারীদের অগ্রিম বেতন নেওয়ার জন্য কোনও অতিরিক্ত সুদ দিতে হবে না। যত টাকার অগ্রিম বেতন নিবে ঠিক তত টাকায় মাসিক বেতন থেকে কেটে নেওয়া হবে।

এটাও পড়ুন Important Tasks: মাস শেষ হওয়ার আগেই করতে হবে এই ৩টি কাজ! নাহলেই পড়বেন বিরাট সমস্যায়

রাজস্থান সরকারের অর্থ দফতরের তরফে গত ৩১শে মে এবিষয়ে ঘোষণা করে জানানো হয় যে, পয়লা জুন থেকেই এই সুবিধাটি শুরু হচ্ছে। এবং রাজস্থানের সকল সরকারি কর্মচারী এদিন থেকেই এই সুবিধাটির লাভ নিতে পারবে। জানানো হয়েছে যে, এই সুবিধাটি আর্নড স্যালারী অ্যাডভান্স ড্রয়াল স্কিমেরে অন্তর্গত দেওয়া হবে।

এটাও পড়ুন School Reopening: এই গরমে ১৫ তারিখ থেকে সরকারি স্কুলগুলি খুলবে? নাকি আবার বাড়বে গরমের ছুটি? জেনে নিন বিস্তারিত

এক্ষেত্রে রাজস্থানের অর্থ দফতরের তরফে জানানো হয়েছে এই সুবিধাটি ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (IFMS) দ্বারা পরিচালনা করা হবে। অগ্রিম বেতন পেতে ইচ্ছুক সরকারি কর্মচারীদের IFMS পোর্টালে গিয়ে লগইন করতে হবে এবং অগ্রিম বেতনের জন্য আবেদন করতে হবে।

এটাও পড়ুন Aadhaar Card: এটাই শেষ সুযোগ! এখনই আধার কার্ডের এই কাজটি না করলে পড়বেন বিরাট সমস্যায়

জানিয়েদি যে, বর্তমানে সারা দেশে শুধুমাত্র রাজস্থানেই এই সুবিধাটি আছে। দেশের অন্য কোনও রাজ্যে এই রকম সুবিধা প্রদান করা হয়নি। তবে হয়তো রাজস্থানের দেখা-দেখি দেশের বাকি রাজ্য গুলিতেও এই সুবিধাটি আসতে পারে

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment