School Reopening: পাকাপাকি হয়ে গেলো স্কুল খোলার তারিখ! সঙ্গে মিড ডে মিল নিয়েও নতুন নির্দেশিকা রাজ্যের

অবশেষে পাকাপাকি ভাবে এবার জানা গেলো সরকারি এবং সরকার পোষিত স্কুল খোলার তারিখ। এবিষয়ে রাজ্য শিক্ষা দফতর তথা পর্ষদের তরফে জারি করা স্কুল খোলার তারিখ, অর্থাৎ আগামী ১৫ই জুন, বৃহস্পতিবার থেকেই রাজ্যে আবার সরকারি স্কুল গুলি খুলতে চলেছে বলে জানা যাচ্ছে।

School Reopening: পাকাপাকি হয়ে গেলো স্কুল খোলার তারিখ! সঙ্গে মিড ডে মিল নিয়েও নতুন নির্দেশিকা রাজ্যের

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই রাজ্যের শিক্ষা মহলে জল্পনা চলছিল যে, গরম এবং তাপপ্রবাহের কারণে হয়তো আবার গরমের ছুটি বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার তথা স্কুল শিক্ষা দফতর। তবে গত কালকে অর্থাৎ ৯ই জুন দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে বৃষ্টি হওয়ার পর থেকে জেলায় জেলায় কমেছে তাপপ্রবাহের প্রভাব।

যদিও বর্তমানে বেশকিছু জেলাতে গরম এবং তাপপ্রবাহের হাতে থেকে রেহাই পাওয়া যায়নি। তবে এবিষয়ে বিশেষজ্ঞদের মতে আগামী ১৪ তারিখেই শেষ হতে চলেছে এবছরের গরমের ছুটি। কারণ একদিকে যেমন জেলায়-জেলায় তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তেমন অন্যদিকে এবছরের গরমের ছুটি ইতিমধ্যেই অনেকটা লম্বা হয়ে গেছে।

এটাও পড়ুন Summer Vacation: ১৪ না ১৫ কবে খুলেছে স্কুল? নাকি আবার বাড়বে গরমের ছুটি? জেনে নিন বিস্তারিত

এমন পরিস্থিতিতে গরমের ছুটি আর বাড়ানো ঠিক হবে না। তাই আগামী ১৫ তারিখ থেকেই সরকারি স্কুল গুলিতে আবার পঠন-পাঠন শুরু হবে। এবিষয়ে ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দফতরের তরফে সংকেত চলে এসেছে। জারি করা হয়েছে স্কুল খোলা নিয়ে বেশকিছু নতুন নির্দেশিকা

এটাও পড়ুন Bank Notes: ২০০০ এর পর এবার ৫০০ টাকার নোটও বাতিল হবে নাকি? বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলো RBI

রাজ্য শিক্ষা দফতরের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি করে মিড ডে মিল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্দেশিকা জারি করা হয়। জানানো হয় যে, ১৫ তারিখ স্কুল খোলার পর থেকেই পড়ুয়াদের মিড ডে মিল প্রদান করার জন্য নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। এছাড়া এদিন এদিন শিক্ষা দফতরের তরফে আরও জানানো হয় যে, স্কুল খোলার পর স্কুলকে পরিষ্কার-পরিছন্ন রাখারও ব্যবস্থা করতে হবে।

এটাও পড়ুন Govt Employees Salary: বদলে গেলো সরকারি কর্মচারীদের ভাগ্য! মাস শেষ হওয়ার আগেই অ্যাকাউন্টে চলে আসবে মাইনে

অন্যদিকে এর আগেই শিক্ষা দফতর এবং পর্ষদের তরফে স্কুল খোলার নিয়ে আরও বেশিকিছু নির্দেশিকা জারি করা হয়েছিল। যাতে বলা হয় যে, গরমের ছুটির কারণে নষ্ট হওয়া ক্লাসের ক্ষতিপূরণ করার জন্য বিদ্যালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জানানো হয় যে, প্রয়োজন পড়লে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যাবস্থাও করতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment