School Reopening Guidelines: খুলছে সরকারি স্কুল, তবে থাকছে কিছু নতুন নিয়ম ও নির্দেশিকা! দেখে নিন বিস্তারিত

লম্বা একটা ছুটির পর এবার খুলতে চলেছে রাজ্যের সরকারি স্কুলগুলি। কাল বাদ পরশু শেষ হচ্ছে এবছরে গরমের ছুটি১৫ই জুন থেকে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে আবার শুরু হয়ে যাবে পঠন-পাঠন। তবে ১৫ তারিখ থেকে স্কুল খোলার জন্য রাজ্য সরকার তথা রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে জারি করা হয়েছে বেশকিছু নিয়ম ও নির্দেশিকা।

খুলছে সরকারি স্কুল, তবে থাকছে কিছু নতুন নিয়ম ও নির্দেশিকা! দেখে নিন বিস্তারিত

বিদ্যালয় তথা বিদ্যালয়ের প্রধান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের উদ্যেশে জারি করা এই নির্দেশিকাগুলি মূলত ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের কথা মাথায় রেখে জারি করা হয়েছে। এক্ষেত্রে টিফিন টাইম, মিড ডে মিল, স্কুল পরিষ্কার পরিছন্ন রাখা থেকে শুরু করে অতিরিক্ত ক্লাস সহ বেশকিছু বিষয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

তবে উক্ত নির্দেশিকাগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি হচ্ছে, অতিরিক্ত ক্লাস নিয়ে। এবিষয়ে শিক্ষা দফতর ও পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল যে, এবছর গরমের ছুটির কারণে নষ্ট হওয়া ক্লাসের কারণে যাতে পড়ুয়াদের সিলেবাস শেষ করতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য বিদ্যালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এটাও পড়ুন Krishak Bondhu: বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারে! বন্ধ হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, শীঘ্রই করতে হবে এই কাজ

এবিষয়ে গত পয়লা জুন মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, বিদ্যালয়ের প্রধানকে গরমের ছুটি শেষ হওয়ার পর অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া আরও জানানো হয় যে, টিফিন টাইম শুধুমাত্র টিফিনের জন্য এবং স্কুলের স্বার্থের জন্যই ব্যবহার করা যাবে।

এটাও পড়ুন School Reopening: পাকাপাকি হয়ে গেলো স্কুল খোলার তারিখ! সঙ্গে মিড ডে মিল নিয়েও নতুন নির্দেশিকা রাজ্যের

অন্যদিকে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের উদেশ্যে জানানো হয় যে, গরমের ছুটি শেষ হওয়ার পর তাদেরকে সময়নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এছাড়া আরও জানানো হয় যে, বিদ্যালয়ের প্রধানের অনুমতি ছাড় বিদ্যালয় তথা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যাওয়া যাবে না

এটাও পড়ুন Summer Vacation: ১৪ না ১৫ কবে খুলেছে স্কুল? নাকি আবার বাড়বে গরমের ছুটি? জেনে নিন বিস্তারিত

১৫ তারিখ থেকে স্কুল খোলার বিষয়ে গত কালকেও একটি নির্দেশিকা জারি করে রাজ্যের শিক্ষা দফতর। উক্ত নিদেশিকাই জানানো হয় যে, ১৫ তারিখ স্কুল খোলার পরেই ছাত্র-ছাত্রীরা যেন তাদের মিড ডে মিল পেয়ে যায় তাও নিশ্চিত করতে হবে। তাছাড়া স্কুলের পরিবেশকেও পরিষ্কার পরিছন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment