Summer Vacation: ১৪ না ১৫ কবে খুলেছে স্কুল? নাকি আবার বাড়বে গরমের ছুটি? জেনে নিন বিস্তারিত

অবশেষে দীর্ঘ দেড় মাসের ছুটির পর খুলতে চলেছে রাজ্যের সরকারি স্কুলগুলি। আর মাত্র তিন-চার দিনের অপেক্ষা, তারপরেই আবার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে শুরু হয়ে যাবে রীতি মতো পঠন-পাঠন। তবে বর্তমানে অনেকের মনেই স্কুল খোলার দিন-ক্ষণ নিয়ে রয়েছে কিছু প্রশ্ন।

১৪ না ১৫ কবে খুলেছে স্কুল? নাকি আবার বাড়বে গরমের ছুটি? জেনে নিন বিস্তারিত

এবিষয়ে জানিয়েদি যে,আগামী ১৪ই জুন, বুধবার এবছরের গরমের ছুটি শেষ হচ্ছে। অর্থাৎ ১৫ই জুন, বৃহস্পতিবার থেকে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে শুরু হবে ক্লাস। এবিষয়ে অনেকের মনে এটাও প্রশ্ন রয়েছে যে, গরমের কারণে আবার ছুটি বাড়বে কি না।

আবার ছুটির বাড়ার প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন যে, খুব সম্ভবত এবছর আর গরমের ছুটি বাড়ার আর কোনও সম্ভাবনা নেই। গত কালকের বৃষ্টির পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আবহাওয়ার পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে। তাছাড়া এমনিতেই এবছর গরমের ছুটির কারণে নষ্ট হয়েছে ৫০ দিনেরও বেশি ক্লাস

এটাও পড়ুন Bank Notes: ২০০০ এর পর এবার ৫০০ টাকার নোটও বাতিল হবে নাকি? বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলো RBI

এমন পরিস্থিতিতে আবার গরমের ছুটি বাড়ালে ব্যাপক ভাবে ধাক্কা খাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এমনিতেই বছরে-বছরে বেসরকারি ও সেন্ট্রাল বোর্ডের স্কুলগুলির দিকে অভিভাবকদের আকর্ষণ বাড়ছে। কমছে রাজ্য শিক্ষা বোর্ডের আকর্ষণ, ইতোমধ্যেই মাধ্যমিক পরীক্ষাই এর প্রভাব দেখা গিয়েছে, এবছর কমেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা।

এটাও পড়ুন Govt Employees Salary: বদলে গেলো সরকারি কর্মচারীদের ভাগ্য! মাস শেষ হওয়ার আগেই অ্যাকাউন্টে চলে আসবে মাইনে

এমন পরিস্থিতিতে আবার গরমের ছুটি বাড়াতে চাইবে না রাজ্য সরকার তথা শিক্ষা দফতর। এবিষয়ে এর আগেই এবছরের গরমের ছুটি নিয়ে অনেক টানা টানি হয়েছে। পূর্বনির্ধারিত ৫ই জুন এবং ৭ই জুন স্কুল খোলার তারিখ ইতিমধ্যেই একবার পিছিয়ে ১৫ই জুন করা হয়েছে।

এটাও পড়ুন Important Tasks: মাস শেষ হওয়ার আগেই করতে হবে এই ৩টি কাজ! নাহলেই পড়বেন বিরাট সমস্যায়

এবিষয়ে ইতিমধ্যেই ১৫ তারিখ থেকে স্কুল খোলা নিয়ে বেশকিছু নির্দেশিকাও জারি করা হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে। মিড ডে মিল থেকে শুরু করে অতিরিক্ত ক্লাস এবং স্কুল পরিষ্কার-পরিছন্ন রাখার জন্য স্কুল তথা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্যেশে জারি করা হয়েছে বেশ কিছু নিয়ম ও নির্দেশিকা।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment