PM Kisan: চাষীদের জন্য দারুন সুখবর! আগামী সপ্তাহেই অ্যাকাউন্টে আসবে পিএম কিষানের ২০০০ টাকা

দেশের চাষীদের জন্য এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ২০০০ টাকা। এবিষয়ে জানা যাচ্ছে যে, মোদী সরকার পিএম কিষানের পরবর্তী কিস্তি অর্থাৎ ১৪তম কিস্তি জুন মাসেই চাষীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে।

চাষীদের জন্য দারুন সুখবর! আগামী সপ্তাহেই অ্যাকাউন্টে আসবে পিএম কিষানের ২০০০ টাকা

জানিয়ে রাখি যে, দেশের কৃষি কল্যাণ প্রকল্প গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প হলো পিএম কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের অন্তর্গত কৃষকদের কেন্দ্র সরকারের তরফে বছরে মোট ৬০০০ টাকা প্রদান করা হয়। এই ৬০০০ হাজার টাকা কেন্দ্র সরকার মূলত তিনটি ২০০০ টাকার কিস্তির মাধ্যমে চাষীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায়।

এই প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৩টি কিস্তি দেওয়া হয়েছে। বর্তমানে দেশের কোটি কোটি চাষী পিএম কিষানের ১৪তম কিস্তির অপেক্ষা করছে। এবিষয়ে বিভিন্ন মিডিয়া আউটলেট অনুযায়ী খুব শীঘ্রই পিএম কিষানের ১৪তম কিস্তি চাষীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে চলেছে মোদী সরকার।

এটাও পড়ুন Morning School: বাড়ছে না গরমের ছুটি! তাহলে তাপপ্রবাহের কারণে মর্নিং স্কুল হবে নাকি? কি জানাচ্ছে রাজ্য?

এবিষয়ে সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, পিএম কিষানের ১৪তম কিস্তি খুব সম্ভবত জুন মাসের তৃতীয় সপ্তাহে আসতে পারে। তবে জানিয়ে রাখি যে এবিষয়ে এখন পর্যন্ত সরকারের তরফে কোনোরকম অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয় নি।

এটাও পড়ুন School Reopening Guidelines: খুলছে সরকারি স্কুল, তবে থাকছে কিছু নতুন নিয়ম ও নির্দেশিকা! দেখে নিন বিস্তারিত

অন্যদিকে এটাও জানিয়ে রাখি যে, পিএম কিষানের ১৪তম কিস্তির অন্তর্গত বেশকিছু চাষীদের ২০০০ টাকার বদলে ৪০০০ টাকা প্রদান করতে চলেছে কেন্দ্র। প্রসঙ্গত যে, চাষীরা এবছরের প্রথম কিস্তি অর্থাৎ পিএম কিষানের ১৩টি কিস্তি পাননি তাদের ১৪তম কিস্তির অন্তর্গত ৪০০০ টাকা করে দিতে চলেছে কেন্দ্র সরকার।

এটাও পড়ুন Krishak Bondhu: বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারে! বন্ধ হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, শীঘ্রই করতে হবে এই কাজ

এক্ষেত্রে পিএম কিষানের ১৪তম লিস্টে আপনার নাম আছে কি না যাচাই করতে আপনি পিএম কিষানের অফিসিয়াল পোর্টাল https://pmkisan.gov.in/ এ যেতে পারেন। এক্ষেত্রে পিএম কিষানের ১৪তম লিস্টে আপনার নাম না থাকলে পিএম কিষান পোর্টালের New Farmer Registration বিভাগে গিয়ে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment