বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের প্রকল্পের একটা বড় অংশ দেশের কৃষক কল্যাণের কথা মাথায় রেখে পরিকল্পনা করা হয়। আর এই তালিকায় জনপ্রিয় দুটি নাম হচ্ছে, কেন্দ্রের পিএম কিষান যোজনা এবং রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প। এই দুটি প্রকল্প থেকেই রাজ্যের চাষীরা প্রতিবছর ব্যাপক ভাবে সুবিধা পায়। তবে সংবাদ সূত্রের খবর অনুযায়ী বন্ধ হয়ে যেতে পারে এই সুবিধাগুলি।
অন্তত এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তের মিডিয়া রিপোর্ট অনুযায়ী। এপ্রসঙ্গে জানানো হয়েছে যে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার করতে হবে একটি গুরুত্বপূর্ণ কাজ। নাহোলেই বন্ধ হয়ে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাগুলি। এছাড়া এই কাজটা না করলে পিএম কিষানের টাকাও বন্ধ হয়ে পারে বলে জানা যাচ্ছে।
জানিয়ে রাখি যে, একদিকে যেমন পিএম কিষান যোজনার অন্তর্গত চাষীদের কেন্দ্র সরকার প্রতিবছর ৬ হাজার টাকা করে দেয় তেমন অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত চাষীদের রাজ্য সরকার বছরে ৫ থেকে ১০ হাজার টাকা প্রদান করে। এছাড়া ১৮ থেকে ৬০ বছরের কোনও চাষীর মৃত্যু হলে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে ২ লক্ষ টাকা দেওয়া হয়।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত চাষীদের এর সুবিধা পেতে হলে মানতে হবে বেশকিছু নিয়ম। জানানো হচ্ছে যে, যদি কোনও চাষীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে বন্ধ করে দেওয়া হবে তার কৃষক বন্ধু প্রকল্পের টাকা।
এটাও পড়ুন Summer Vacation: ১৪ না ১৫ কবে খুলেছে স্কুল? নাকি আবার বাড়বে গরমের ছুটি? জেনে নিন বিস্তারিত
এবিষয়ে জানানো হচ্ছে যে, যদি কোনও চাষীর কৃষক বন্ধু প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে তাকে শীঘ্রই একটি নতুন একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তাঁর তথ্য কৃষক বন্ধু প্রকল্পে আপডেট করতে হবে। তবে জানিয়ে রাখি যে, এবিষয়ে এখন পর্যন্ত সরকারের তরফে কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
এটাও পড়ুন Bank Notes: ২০০০ এর পর এবার ৫০০ টাকার নোটও বাতিল হবে নাকি? বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলো RBI
অন্যদিকে পিএম কিষানেরও পরবর্তী কিস্তি আসারও সময় হয়ে গেছে। এপ্রসঙ্গে খুব সম্ভবত এই মাসেই চলে আসবে পিএম কিষানের ১৪তম কিস্তির ২০০০ টাকা। তাই এখনই পিএম কিষানের লিস্টে আপনার নাম আছে কি না তা যাচাই করে নিন।