বর্তমানে দেশ জুড়ে প্রায় ৮০ কোটি মানুষ প্রতিমাসে বিনামূল্যে রেশন পাচ্ছে। এবং এই ৮০ কোটির তালিকায় হয়তো আপনারও নাম রয়েছে। তবে এবার বিনামূল্যের রেশন নিয়ে একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। জানিয়ে রাখি যে, বর্তমানে দেশের বেশকিছু এলাকা থেকে এমন ঘটনা উঠে আসছে যেখানে বিনামূল্যের রেশনের নামে প্রতারণার শিকার হচ্ছে হাজার হাজার মানুষ।
এবিষয়ে সতর্ক না থাকলে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। জানিয়েদি যে, বর্তমানে মূলত ৪ ধরণের প্রতারণা চলছে। এগুলি হলো, রেশন কার্ড বাতিল হয়ে যাওয়ার প্রতারণা, রেশন কার্ড থেকে টাকা পাঠানোর প্রতারণা, কেওয়াইসি আপডেট করার নামে প্রতারণা ও ডকুমেন্ট লিঙ্ক করার নামে প্রতারণা।
এই তালিকায় সবথেকে বিপজ্জনক প্রতারণাটি হলো রেশন কার্ড থেকে টাকা পাঠানোর নামে প্রতারণা। এক্ষেত্রে প্রতারকরা আপনার মোবাইলে একটি মেসেজ পাঠাবে। উক্ত মেসেজে বিনামূল্যে রেশন থেকে টাকা পাঠানো হচ্ছে বলে লেখা থাকে। এবং ওই টাকা পাওয়ার জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়। এক্ষেত্রে উক্ত লিংকে ক্লিক করলেই খালি হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
এটাও পড়ুন PM Kisan: চাষীদের জন্য দারুন সুখবর! আগামী সপ্তাহেই অ্যাকাউন্টে আসবে পিএম কিষানের ২০০০ টাকা
এই তালিকায় দ্বিতীয় স্থানের প্রতারণাটি হলো, রেশন কার্ড বাতিল করার নামে প্রতারণা। প্রসঙ্গত প্রায় প্রত্যেক মাসেই হাজার হাজার ব্যাক্তির রেশন কার্ড বাতিল হয়ে যায়। আর এই সুযোগের ব্যবহার করেই প্রতাকররা প্রতারণা করছে। এক্ষেত্রে আপনার কাছ থেকে প্রতারকরা রেশন কার্ড পুনরায় চালু করে দেওয়ার নাম টাকা আদায় করে নেয়।
এই তালিকায় তৃতীয় স্থানের প্রতারণাটি হলো, কেওয়াইসি আপডেট করার নামে প্রতারণা। এক্ষেত্রে প্রতারকরা কেওয়াইসি আপডেট করার নাম করে সাধারণ মানুষদের ফাঁদে ফেলে। এই ধরণের কোনো ফোন এলে আপনার গোপনীয় তথ্য, ব্যাঙ্কের তথ্য এবং ওটিপি দিবেন না।
আজকাল রেশন কার্ডের নাম প্রচলিত প্রতারণার গুলির মধ্যে চতুর্থ স্থানে আসে ডকুমেন্ট লিঙ্ক করার নামে প্রতারণা। এক্ষেত্রে প্রতারকরা আপনাকে আপনার আধার অথবা প্যান কার্ড আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য ফোন করতে পারে। এবং আপনার কাছ থেকে আপনার গোপনীয় তথ্য, ব্যাঙ্কের তথ্য এবং ওটিপি ফাঁস করার চেষ্টা করে।