National Pension Scheme: প্রতিমাসে মাত্র ২ হাজার টাকা জমালেই পাবেন ৪৫ লক্ষ টাকা, এখনই বিনিয়োগ করুন এই সরকারি স্কিমে।

অবসরপাপ্ত জীবনের আর্থিক পরিস্থিতি নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তবে এখন আর আপনাকে এবিষয়ে চিন্তা করতে হবে না। কারণ ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে এসেছে একটি দরুন সুবিধা। আপনি ন্যাশনাল পেনশন স্কিমে স্বল্প পরিমানের অর্থ বিনিয়োগ করে এক কালীন পেয়ে যেতে পারেন একটি বড় অংকের অর্থ।

Invest 2000 rupees every month and get 45 lakh rupees

প্রসঙ্গত NPS হলো কেন্দ্র সরকারের একটি পেনশন প্রকল্প। এই প্রকল্পটি মূলত অবসরপাপ্ত জীবনের আর্থিক নিশ্চয়তা মাথায় রেখে চালু করা হয়েছিল। ন্যাশনাল পেনশন স্কিম প্রথমে শুধু মাত্র সরকারি কর্মচারিদের জন্যই সীমিত ছিল তবে তা পরে সাধারণ নাগরিকদের জন্যেও খুলে দেওয়া হয়।

LIC Plan: এলআইসি-র এই স্কিমে 58 টাকা জমা করলে পাওয়া যাবে 8 লাখ টাকা, জানুন কিভাবে

ন্যাশনাল পেনশন স্কিমে যে কোন ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারে। তবে বিনিয়োগকারীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। এই পেনশন স্কিমে আপনি প্রতিমাসে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বিনিয়গকারীকে ৬০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে হয়। তবে আপনি যদি চান তাহলে আপনি ৭০ বছর বয়স পর্যন্তও বিনিয়োগ করতে পারেন।ন্যাশনাল পেনশন স্কিমের সবথেকে সুবিধাজনক দিকটি হলো যে, আপনি এই স্কিম থেকে কোনও ঝুঁকি ছাড়াই ৯ থেকে ১৫ শতাংশ বাৎসরিক রিটার্নের সুবিধা পান।

এবার দেখেনিন কিভাবে আপনি মাসিক ২০০০ টাকা জমিয়ে ৪৫ লাখ টাকা পাবেন।

আপনি যদি ৩০ বছর বয়স থেকে প্রতিমাসে ২ হাজার টাকা করে ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করতে শুরু করেন তাহলে ৬০ বছর বয়সে অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের ম্যাচিউরিটির সময়ে আপনি ৪৫ লক্ষ ২০ হাজার ৯৭৬ টাকা পাবেন। এক্ষেত্রে আপনি ৩০ বছরে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকার বিনিয়োগ করবেন এবং তার উপর ১০ শতাংশ বাৎসরিক সুদ লাগালে আপনি ৩০ বছরে মোট ৩৮ লক্ষ ৯৭৬ টাকার ইন্টারেস্ট পাবেন।

Best Post Office Plan: পোস্ট অফিসের স্কিমে পান দ্বিগুণ টাকা, 2 লক্ষ টাকায় 4 লক্ষ টাকা পাওয়া যাবে

ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করতে ইচ্ছুক ব্যক্তিদের জানিয়েদি যে, এই স্কিমে বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে হবে।

👉 SBI Recruitment 2023: SBI ব্যাঙ্কে ৪০ হাজার টাকার বেতনে চাকরির সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ।

👉 State Wise DA: দেশের অন্যান্য রাজ্য গুলির তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কত DA পাচ্ছে, জানলেই চোখ কপালে উঠবে।

👉 PAN Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে এই কাজ না সারলে আপনি আর শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন না! দ্রুত করিয়ে নিন কাজটি

👉 ২২,০০০ টাকা মাসিক বেতনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর, এখানে আবেদন করুন

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment