Summer Vacation Date: ২ তারিখ না ২৪ তারিখ? দেখে নিন কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি

শুরু হয়েছে এবছরের গ্রীষ্ম কাল, এপ্রিল মাসেই তাপমাত্রা পৌঁছেছে ৪২-৪৩ ডিগ্রিতে। এনিয়ে ইতিমধ্যেই রাজ্যে একবার অস্থায়ী ভাবে এক সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে স্কুল-কলেজ। তবে এবার মানুষের মনে সৃষ্টি হয়েছে নতুন বিভ্রান্তির। ২রা মে না ২৪শে মে, কবে থেকে শুরু হচ্ছে এবছরে গরমের ছুটি? তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে।

২ তারিখ না ২৪ তারিখ, দেখে নিন কবে থেকে পড়ছে গরমের ছুটি

প্রচন্ড গরম এবং তাপপ্রবাহের কারণে রাজ্য সরকার কিছুদিন আগে ঘোষণা করে যে, এবছরের গরমের ছুটি ২৪শে মের বদলে আগামী ২রা মে থেকে শুরু হতে চলেছে। তবে গত কয়েকদিনের মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে রাজ্যে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার ফলে রাজ্যের শিক্ষা মহলে একটি নতুন দাবি উঠেছে।

বর্তমানে রাজ্যের বেশকিছু শিক্ষক-শিক্ষিকা পূর্বে ঘোষিত ২৪শে মে থেকে গরমের ছুটি শুরু করার দাবি করছে। শিক্ষক-শিক্ষিকাদের মতে ২রা মে থেকে গরমের ছুটি শুরু হলে গরমের ছুটিতে পড়ুয়াদের অতিরিক্ত সময় অপচয় হয়ে যাবে যার ফলে পড়ুয়াদের সিলেবাস নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে অসুবিধা আসবে।

এটাও পড়ুন HS Exam Result Date: জুনে নয়, মে মাসেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট! জানালো সংসদ

আর এই দাবির কারণেই বর্তমানে গরমের ছুটির তারিখ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এই দাবি সম্পর্কে এখনও কোনও প্রতিক্রিয়া জারি করা হয়নি, যার মানে হচ্ছে আগামী ২রা মে থেকেই পশ্চিমবঙ্গে ২০২৩ এর গরমের ছুটি শুরু হতে চলেছে।

এটাও পড়ুন WB Summer Heat: ফের বাড়ছে দাবদাহ গরম, আর কত দিন থাকছে স্বস্তির বৃষ্টি?

তবে অন্যদিকে রাজ্য স্কুল শিক্ষা দফতর গরমের ছুটির কারণে পড়ুয়াদের পঠন-পাঠনে কোনও বিঘ্ন না আসে তার জন্যেও কড়া পদক্ষেপ নিয়েছে। এবিষয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানাই যে, গরমের ছুটির কারণে নষ্ট হওয়া ক্লাসের ক্ষতিপূরণ করার জন্য গরমের ছুটির পর শিক্ষক-শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস নিতে হবে।

এটাও পড়ুন E-Shram Portal: ই-শ্রম পোর্টালে যুক্ত হলো নতুন সুবিধা, বাড়ির মহিলা এবং সন্তানদের জন্য থাকছে বিশেষ সুবিধা

এছাড়া এবছর গরমের ছুটির সময়টিকে সঠিক ভাবে ব্যবহার করার জন্য রাজ্য স্কুল শিক্ষা দফতর পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য সামার ক্যাম্প আয়োজন করতে চলেছে। এই কর্মসূচির অন্তর্গত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রজেক্ট, গবেষণা এবং কাজের অভিজ্ঞতা নেওয়ার জন্য টাস্ক দেওয়া হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment