HS Exam Result Date: জুনে নয়, মে মাসেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট! জানালো সংসদ

শেষ হয়েছে ২০২৩ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা। বর্তমানে রাজ্যের প্রায় সাড়ে ৮ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষার ফলের অপেক্ষা করছে। এরই মাঝে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে উঠে আসছে একটি বড়ো খবর। জানা যাচ্ছে যে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জুন মাসের বদলে মে মাসেই প্রকাশিত হতে চলেছে।

জুনে নয়, মে মাসেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট! জানালো সংসদ

এবিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তরফে জানানো হয়েছে যে, সবকিছু ঠিক থাকলে মে মাসের শেষের দিকেই এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে দেওয়া হবে। এবিষয়ে সূত্রের খবর অনুযায়ী উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতমধ্যেই ফল প্রকাশের প্রাথমিক পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে।

কিছুদিন আগের সংসদ সূত্রের খবর খবর অনুযায়ী ৮০ শতাংশের বেশি উত্তরপত্রের যাচাই ইতিমধ্যেই হয়ে গেছে। বাকি আছে আর স্বল্প মাত্র উত্তরপত্র মূল্যায়ন করা। সব উত্তরপত্র মূল্যায়ন করার শেষ হয়ে গেলেই মার্কশিট তৈরি করে মে মাসের শেষের সপ্তাহে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত করে দেওয়া হবে।

এটাও পড়ুন WB Summer Heat: ফের বাড়ছে দাবদাহ গরম, আর কত দিন থাকছে স্বস্তির বৃষ্টি?

জানিয়েদি যে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রাথমিকভাবে জানিয়েছিল যে, জুন মাসের শুরুর দিকে এবছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে। তবে এবছর নতুন পদ্ধতিতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার জন্য শিক্ষক-শিক্ষিকাদের একটি উত্তরপত্র মূল্যায়ন করতে কম সময় লাগছে। যার কারণে এখন নির্দিষ্ট সময়ের আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে বলে জানা যাচ্ছে।

এটাও পড়ুন E-Shram Portal: ই-শ্রম পোর্টালে যুক্ত হলো নতুন সুবিধা, বাড়ির মহিলা এবং সন্তানদের জন্য থাকছে বিশেষ সুবিধা

এবিষয়ে শিক্ষা মহলের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, নির্দিষ্ট সময়ের আগেই ফল প্রকাশ হলে ছাত্র-ছাত্রীরা তাদের ভবিষৎ পড়াশোনা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু বেশি সময় পাবে। কোন কলেজে ভর্তি হবে, কোন বিষয় নিয়ে স্নাতক করবে তা নিয়ে ভাবার সময় পাবে।

এটাও পড়ুন PM Kisan 14th Installment: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, অ্যাকাউন্টে আসবে PM কিষানের ২০০০ টাকা

অন্যদিকে পশ্চিমবঙ্গে এই শিক্ষা বর্ষ থেকে কলেজে ভর্তি হওয়ার নিয়মে যে পরিবর্তন গুলি হতে চলেছে তা সরাসরি ভাবে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রভাবিত করবে। প্রসঙ্গত রাজ্য সরাকর এই শিক্ষা বর্ষ কলেজে ভর্তি হওয়ার জন্য একটি কেন্দ্রীয় পোর্টাল শুরু করতে চলেছে। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment