টানা ৮-১০ দিনের তাপপ্রবাহের পর পশ্চিমবঙ্গে গত চার-পাঁচ দিন থেকে একটু স্বস্তির বৃষ্টি দেখা গেছে। সোমবার থেকে খুলেছে রাজ্যের সকল স্কুল-কলেজ। বর্তমানে পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ধীরে ধীরে তাপমাত্রা চড়তে শুরু করেছে। তাহলে কি আবার ফিরে আসছে তাপপ্রবাহ? কি জানাচ্ছে আবহাওয়া দফতর?
এপ্রসঙ্গে আবহাওয়া দফতর দ্বারা জারি করা সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে আজ অর্থাৎ ২৬শে এপ্রিল বিকালের দিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকার কারণে রাতের দিকে তাপমাত্রা আবার কমে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এপ্রসঙ্গে জানা যাচ্ছে যে, আগামী কালও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ দক্ষিণের বেশকিছু জেলাতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারের গতিবেগে ঝড়ো হাওয়াও বইতে পরে।
এখন আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকার কারণে পশ্চিমবঙ্গে তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে থাকবে। এপ্রসঙ্গে আবহাওয়া দফতরের মতে শুক্রবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা আবার বাড়বে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি আর্দ্রতার কারণেও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের অস্বস্তি বাড়বে।
এটাও পড়ুন PM Kisan Double Benefit: এবার পিএম কিষাণে দ্বিগুণ সুবিধা, ২০০০ এর বদলে পাবেন ৪০০০ টাকা
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গের বেশকিছু জেলার তাপমাত্রাই একটু পরিবর্তন আসতে পারে।
এগুলো পড়ুন
Summer Vacation Demand: ২৪ তারিখ থেকে শুরু করা হোক গরমের ছুটি, দাবি শিক্ষা মহলে
PM Kisan 14th Installment: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, অ্যাকাউন্টে আসবে PM কিষানের ২০০০ টাকা
Next Heat Wave: আবার কবে ফিরছে অসহ্য গরম? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর
WB Summer Vacation: সোমবার থেকে শুরু হচ্ছে স্কুল-কলেজ, দেখে নিন আবার কবে থেকে ছুটি পড়বে