E-Shram Portal: ই-শ্রম পোর্টালে যুক্ত হলো নতুন সুবিধা, বাড়ির মহিলা এবং সন্তানদের জন্য থাকছে বিশেষ সুবিধা

দেশের অসংগঠিত শ্রমিকদের সুবিধার্থে মোদী সরকার ২০২১ সালে ই-শ্রম পোর্টালের চালু করেছিল। দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন ধরণের সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ নিয়ে কেন্দ্র সরকার যে পোর্টালটি চালু করেছিল তাতে এবার যুক্ত হচ্ছে আরও কিছু সুবিধা।

ই-শ্রম পোর্টালে যুক্ত হলো নতুন সুবিধা, বাড়ির মহিলা এবং সন্তানদের জন্য থাকছে বিশেষ সুবিধা

এবিষয়ে সোমবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভূপেন্দ্র যাদব ই-শ্রম পোর্টালের নতুন সুবিধা গুলির ব্যাপারে ঘোষণা করে জানান যে, এখন থেকে ই-শ্রম কার্ডের সুবিধাভোগীরা কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা, শিক্ষানবিশ, পেনশন স্কিম, ডিজিটাল দক্ষতা এবং রাজ্য-নির্দিষ্ট স্কিমগুলির সঙ্গে খুব সহজেই ই-শ্রম পোর্টালের মাধ্যমে যুক্ত হতে পারবে।

এছাড়া পরিযায়ী শ্রমিকদের জন্য আরও একটি সুবিধা যুক্ত করা হয়েছে। এপ্রসঙ্গে জানা যাচ্ছে যে, পরিযায়ী শ্রমিকরা এখন ই-শ্রম পোর্টালে তাদের পারিবারিক বিবরণ যুক্ত করতে পারবে। এর ফলে শিশু-শিক্ষা এবং নারী কল্যাণ মূলক বিভিন্ন সরকারি প্রকল্প গুলির সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন ভূপেন্দ্র যাদব।

এটাও পড়ুন WB College Admission: চলতি বছরেই বদলে যাচ্ছে কলেজে ভর্তির নিয়ম, নির্দেশিকা জারি করলো উচ্চশিক্ষা দফতর

এছাড়াও কনস্ট্রাকশন ওয়ার্কার বা রাজমিস্ত্রিদের জন্যেও একটি নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এই সুবিধার অন্তর্গত কর্মীদের তথ্য বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড এর সঙ্গে শেয়ার করা হবে। যার ফলে উক্ত কর্মীরা কনস্ট্রাকশন ওয়ার্কা এর সঙ্গে যুক্ত প্রকল্প গুলির সুবিধা পাবে।

এটাও পড়ুন PM Kisan Double Benefit: এবার পিএম কিষাণে দ্বিগুণ সুবিধা, ২০০০ এর বদলে পাবেন ৪০০০ টাকা

অন্যদিকে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভূপেন্দ্র যাদব এদিন একটি ডাটা শেয়ারিং পোর্টালের ঘোষণা করেন। এই পোর্টালের মাধ্যমে কর্মীদের ই-শ্রম কার্ডের তথ্য রাজ্য সরকারের সাথে শেয়ার করা হবে, যার ফলে শ্রমিকরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গুলি নিতে পারবে।

এটাও পড়ুন Summer Vacation Demand: ২৪ তারিখ থেকে শুরু করা হোক গরমের ছুটি, দাবি শিক্ষা মহলে

জানিয়েদি যে, ২০২১ এর অক্টোবর থেকে শুরু হওয়া ই-শ্রম পোর্টালে বর্তমানে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়েছে। এবিষয়ে এপ্রিল ২০২৩ এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ২৮.৮৭ কোটির বেশি শ্রমিকদের নাম ই-শ্রম পোর্টালে নথিভুক্ত করা হয়েছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment