PM Kisan Double Benefit: এবার পিএম কিষাণে দ্বিগুণ সুবিধা, ২০০০ এর বদলে পাবেন ৪০০০ টাকা

বর্তমানে দেশ জুড়ে পিএম কিষাণের প্রায় ১২ কোটি সুবিধাভোগী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৪তম কিস্তির অপেক্ষা করছে। এবার এই অপেক্ষার মাঝেই উঠে আসছে একটি দারুন সুখবর। এপ্রসঙ্গে জানা যাচ্ছে যে, দেশের কোটি কোটি কৃষক এবার পিএম কিষাণের ১৪ তম কিস্তির অন্তর্গত দ্বিগুণ সুবিধা পেতে চলেছে।

এবার পিএম কিষাণে দ্বিগুণ সুবিধা, ২০০০ এর বদলে পাবেন ৪০০০ টাকা

এবিষয়ে দিল্লি সূত্রের খবর অনুযায়ী পিএম কিষাণের পরবর্তী কিস্তি হিসাবে ২০০০ এর পরিবর্তে ৪০০০ টাকা করে পেতে চলেছে দেশের কোটি কোটি কৃষক। হ্যাঁ, ঠিকই পড়েছেন এবার ৪০০০ টাকা করে পাবে পিএম কিষাণের সুবিধাভোগীরা। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে

সূত্রে মাধ্যমে জানা গেছে যে, সেই সকল চাষী যারা পিএম কিষাণের ১৩তম কিস্তির ২০০০ টাকা পাইনি, তাদের এবার ১৩তম এবং ১৪তম কিস্তির টাকা একসঙ্গে প্রদান করবে মোদী সরকার

এটাও পড়ুন Summer Vacation Demand: ২৪ তারিখ থেকে শুরু করা হোক গরমের ছুটি, দাবি শিক্ষা মহলে

জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার শেষ অর্থাৎ ১৩তম কিস্তি গত ২৭শে ফেব্রুয়ারি চাষীদের অ্যাকাউন্টে পাঠিয়েছিল কেন্দ্র সরকার। এবং এবিষয়ে সূত্রের খবর অনুযায়ী খুব সম্ভবত মে মাসের মাঝের দিকে পিএম কিষাণের পরবর্তী অর্থাৎ ১৪তম কিস্তি আসতে চলেছে। পিএম কিষাণের ১৪তম কিস্তির সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এটাও পড়ুন PM Kisan 14th Installment: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, অ্যাকাউন্টে আসবে PM কিষানের ২০০০ টাকা

এপ্রসঙ্গে আরো জানিয়ে রাখি যে, পিএম কিষাণের এবছরের তিনটি কিস্তির মধ্যে ইতিমধ্যেই একটি কিস্তি চাষীদের অ্যাকাউন্টে চলে এসেছে। এপ্রসঙ্গে পিএম কিষাণের বছরের প্রথম কিস্তি রূপে দেশের প্রায় ৮.৪২ কোটি চাষীদের ১৬ হাজার ৮০০ কোটি টাকা প্রদান করেছিল কেন্দ্র সরকার।

এটাও পড়ুন Next Heat Wave: আবার কবে ফিরছে অসহ্য গরম? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর

তবে এবার বছরের দ্বিতীয় কিস্তির জন্য প্রায় ১২ কোটি চাষী অপেক্ষা করছে। অর্থাৎ কেন্দ্র সরকার এবার ১৪তম কিস্তি রূপে প্রায় ২৪ হাজার কোটি টাকার মতো খরচ করতে চলেছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment