WB College Admission: চলতি বছরেই বদলে যাচ্ছে কলেজে ভর্তির নিয়ম, নির্দেশিকা জারি করলো উচ্চশিক্ষা দফতর

মাস খানেক আগে শেষ হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এখন পরীক্ষার্থীরা অপেক্ষা করছে ফলাফলের পর কলেজে ভর্তি হওয়ার। এরই মাঝে রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে উঠে আসছে একটি নতুন নির্দেশিকা। এপ্রসঙ্গে জানা যাচ্ছে এবার থেকে রাজ্য জুড়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে ভর্তি করা হবে কলেজের পড়ুয়াদে।

চলতি বছরেই বদলে যাচ্ছে কলেজে ভর্তির নিয়ম, নির্দেশিকা জারি করলো উচ্চশিক্ষা দফতর

এপ্রসঙ্গে সম্প্রতি উচ্চশিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করে জানাই যে, এই শিক্ষা বর্ষ অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষা বর্ষ থেকেই রাজ্যে কেন্দ্রীয় ভাবে অনলাইনের মাধ্যমে স্নাতকে ভর্তি হবে। এর জন্য একটি অনলাইন পোর্টালও চালু করা হবে বলে জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।

অর্থাৎ যারা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদেরকে নতুন নিয়ম অনুযায়ী কলেজে ভর্তি হতে হবে। নতুন নিয়ম অনুযায়ী এবার উচ্চশিক্ষা দফতরের অনলাইন পোর্টাল থেকেই রাজ্যের যেকোনো কলেজে ভর্তি হতে পারবে পড়ুয়ারা। সূত্রের অনুযায়ী কয়েকদিনের মধ্যেই এই নতুন অনলাইন পোর্টালটি চালু হয়ে যাবে।

এটাও পড়ুন PM Kisan Double Benefit: এবার পিএম কিষাণে দ্বিগুণ সুবিধা, ২০০০ এর বদলে পাবেন ৪০০০ টাকা

উচ্চশিক্ষা দফতরের মতে এই সিদ্ধান্তের কারণে, পড়ুয়ারা কলেজে ভর্তি হওয়ার সময় যে অসুবিধাগুলির সম্মুখীন হতো তা থেকে এবার স্বস্তি পাবে। প্রসঙ্গত রাজ্যে এর আগে ভিন্ন ভিন্ন কলেজে ভর্তির আবেদন করার জন্য পড়ুয়াদের ভিন্ন ভিন্ন পোর্টালে গিয়ে এবং ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আবেদন করতে হতো। যার কারণে পড়ুয়াদের সময় এবং টাকা দুই খরচ হতো।

এটাও পড়ুন Summer Vacation Demand: ২৪ তারিখ থেকে শুরু করা হোক গরমের ছুটি, দাবি শিক্ষা মহলে

তবে এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পক্রিয়া চালু হওয়ার ফলে ছাত্র-ছাত্রীরা একটি মাত্র পোর্টাল থেকেই একবার মাত্র আবেদন ফি দিয়ে তাদের পছন্দের কলেজগুলিতে আবেদন করতে পারবে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সময় এবং টাকা দুটিই বেঁচে যাবে।

এটাও পড়ুন PM Kisan 14th Installment: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, অ্যাকাউন্টে আসবে PM কিষানের ২০০০ টাকা

এই নতুন পোর্টালের মাধ্যমে কিভাবে কলেজে ভর্তির আবেদন করতে হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনও অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে যে, পড়ুয়াদের ভর্তির আবেদন ফি একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে এবং সেই ফি কয়েকদিনের পর নির্দিষ্ট কলেজের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment