Summer Vacation Demand: ২৪ তারিখ থেকে শুরু করা হোক গরমের ছুটি, দাবি শিক্ষা মহলে

টানা এক সপ্তাহের অস্থায়ী গরমের ছুটির পর আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ আবার খুলছে। আগামী এক সপ্তাহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হওয়ার পর ফের আবার শুরু হবে গরমের ছুটি। তবে এবার গরমের ছুটি নিয়ে শিক্ষা মহলে উঠেছে নতুন দাবি

২৪ তারিখ থেকে শুরু করা হোক গরমের ছুটি, দাবি শিক্ষা মহলে

এপ্রসঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের এক অংশ ২রা মের বদলে ২৪শে মে থেকে গরমের ছুটি শুরু করার দাবি করছে। শিক্ষক-শিক্ষিকাদের মতে ২রা মে থেকে গরমের ছুটি শুরু করলে এবছর ছাত্র-ছাত্রীদের সিলেবাস শেষ করতে সমস্যা হবে। তাই পূর্বে নির্ধারিত ২৪শে মে থেকে গরমের ছুটি শুরু করলে ভালো হয়।

অন্যদিকে শিক্ষা শিবির থেকে আরও একটি দাবি আসছে যে, আগামী বছর থেকে গরমের ছুটি এগিয়ে আনা হোক। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকারা বলছে যে, গরমের ছুটি এগিয়ে আনলে, গত সপ্তাহের মতো এই রকম অস্থায়ী ছুটিতে সময় অপচয় হবে না।

এটাও পড়ুন PM Kisan 14th Installment: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, অ্যাকাউন্টে আসবে PM কিষানের ২০০০ টাকা

এছাড়া রাজ্যের বেশকিছু অবিভাবক এবং শিক্ষক-শিক্ষিকা জেলা ভিত্তিক গরমের ছুটি দাবি করছে। কারণ যেই সময় কলকাতায় ৩৮-৪০ ডিগ্রি তাপমাত্রা থাকে তখন কোথাও ৪২-৪৩ আবার কোথাও ৩৬-৩৮ ডিগ্রি তাপমাত্রা থাকে, তাই জেলা ভিত্তিক গরমের ছুটি জারি করা গেলে পড়ুয়াদের ভালো হয়।

এটাও পড়ুন Next Heat Wave: আবার কবে ফিরছে অসহ্য গরম? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর

তবে এখন পর্যন্ত এই দাবি গুলির বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনও রকম প্রতিক্রিয়া জারি করা হয়নি। তবে এবছর গরমের ছুটিতে সময় অপচয় রুখতে রাজ্য সরকার ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

এটাও পড়ুন WB Summer Vacation: সোমবার থেকে শুরু হচ্ছে স্কুল-কলেজ, দেখে নিন আবার কবে থেকে ছুটি পড়বে

এপ্রসঙ্গে রাজ্য স্কুল শিক্ষা দফতর এবছর গরমের ছুটিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সামার ক্যাম্প তথা গরমের ছুটির প্রজেক্টের আয়োজন করতে চলেছে। এছাড়া ছুটি শেষ হওয়ার পর পড়ুয়াদের পাঠ্যক্রম শেষ করার জন্য অতিরিক্ত ক্লাস নিতে হবে বলে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment