Cyclone Forecast: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে

আসতে চলেছে এবছরের প্রথম ঘূর্ণিঝড়। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ, ওড়িশা অথবা বাংলাদেশের উপকূলবর্তী একলা গুলিতে আছড়ে পড়তে পারে। এবিষয়ে বেশকয়েকটি আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে যে মে মাসের শেষের দিকে এই ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা আছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে

আবহাওয়া পূর্বাভাস সংস্থা গুলির মতে মে মাসের মাঝের দিকে আন্দামান সাগরের কাছে এই ঘূর্ণিঝড়টি রূপ নিতে শুরু করবে। তারপর এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ, ওড়িশা অথবা বাংলাদেশের উপকূলবর্তী একলায় আছড়ে পড়তে পারে। এবিষয়ে নির্দিষ্ট কোন এলাকায় এই ঝড়টি আঘাত করবে তা নিয়ে এখনো স্পষ্ট জানা যায়নি।

তবে জানিয়েদি যে, এই ঘূর্ণিঝড়টির সম্পর্কে এখন বেশি তথ্য পাওয়া যায়নি। ঝড়টি কোথায় সৃষ্টি হবে, কবে সৃষ্টি হবে, কোথায় আছড়ে পড়বে, গতিবেগ কত থাকবে তা সম্পর্কে এখনো কোনও স্পষ্ট তথ্য জারি করা হয়নি। আবহাওয়া সংস্থার মতে আগামী কয়েকদিন পরেই এই ঘূর্ণিঝড়টির ব্যাপারে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

এটাও পড়ুন Summer Vacation Date: ২ তারিখ না ২৪ তারিখ? দেখে নিন কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি

তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে মে মাসেই এই ঘূর্ণিঝড়টির সৃষ্টি হবে। এবিষয়ে এর আগেও মে মাসে বহু বার এইরকম ঘূর্ণিঝড় দেখা গিয়েছে। এই তালিকায় জনপ্রিয় দুটি নাম হচ্ছে আয়লা এবং আমফান। এপ্রসঙ্গে ২০০৯ সালের মে মাসে আয়লা ঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আছড়ে পড়েছিল। অন্যদিকে ২০২০ সালের মে মাসে আমফান ঝড়টি পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ সহ বেশকিছু এলাকায় আঘাত করেছিল।

এটাও পড়ুন HS Exam Result Date: জুনে নয়, মে মাসেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট! জানালো সংসদ

এবিষয়ে এখন পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর থেকে কোনও পূর্বাভাস জারি করা হয়নি। তবে এর আগে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে তাপপ্রবাহের পর সাইক্লোন তথা ঘূর্ণিঝড়ের আশঙ্কা সৃষ্টি হতে পারে। অন্যদিকে ওয়েদার অফ কলকাতা সংস্থাও অনেকটা এই রকমই ইঙ্গিত দিচ্ছে।

এটাও পড়ুন WB Summer Heat: ফের বাড়ছে দাবদাহ গরম, আর কত দিন থাকছে স্বস্তির বৃষ্টি?

ঘূর্ণিঝড়ের আশঙ্কার কারণে রাজ্য ও কেন্দ্র সরকার এবছর ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। এপ্রসঙ্গে গত মাস থেকেই NDRFরাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ঘূর্ণিঝড়ের থেকে হওয়া ক্ষয়ক্ষতির মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment