বর্তমানে দেশের প্রায় ১২ কোটি চাষী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির অপেক্ষা করছে। তবে এই অপেক্ষার মাঝেই দিল্লি থেকে একটি সুখবর উঠে আসছে। সূত্রে খবর আর কয়েকদিনের মধ্যেই চাষীদের অ্যাকাউন্টে পিএম কিষানের পরবর্তী কিস্তি আসতে চলেছে।
এপ্রসঙ্গে দিল্লি সূত্রে জানা যাচ্ছে গত বছরের তুলনায় এবছর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দ্বিতীয় কিস্তি শীঘ্রই পাঠিয়ে দিবে মোদী সরকার। প্রসঙ্গত গত বছরের দ্বিতীয় কিস্তি মে মাসের ৩১ তারিখে অ্যাকাউন্টে এসেছিলো। তবে এবছর আরও আগে এই কিস্তি অ্যাকাউন্টে আসতে চলেছে।
সময়সূচী অনুসারে, প্রতিবছর এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির দ্বিতীয় কিস্তি পেয়ে থাকে চাষীরা। তবে দিল্লি সূত্রের খবর অনুযায়ী খুব সম্ভবত আগামী ১৫ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষানের পরবর্তী অর্থাৎ ১৪তম কিস্তির ২০০০ টাকা চাষীদের অ্যাকাউন্টে পাঠাতে পারে।
এটাও পড়ুন Next Heat Wave: আবার কবে ফিরছে অসহ্য গরম? দেখে নিন কি জানাচ্ছে আবহাওয়া দফতর
জানিয়েদি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বর্তমানে দেশে এমন বহু জনকল্যাণ মূলক প্রকল্প চলছে যা থেকে সাধারণ মানুষ বিশেষ করে গরিব বর্গের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। আর এই রকমই একটি প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের অন্তর্গত দেশের কোটি কোটি চাষীদের বছরে তিনবার ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা প্রদান করে কেন্দ্র সরকার।
এটাও পড়ুন WB Summer Vacation: সোমবার থেকে শুরু হচ্ছে স্কুল-কলেজ, দেখে নিন আবার কবে থেকে ছুটি পড়বে
এবছর এখন পর্যন্ত চাষীরা একবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেয়েছে। এপ্রসঙ্গে গত ২৭শে ফেব্রুয়ারি পিএম কিষানের ৮.৪২ কোটি সুবিধাভোগী ২০০০ টাকা করে পেয়েছিলো। তবে এবার প্রায় ১২ কোটি চাষী পরবর্তী কিস্তির অপেক্ষা করছে।
এটাও পড়ুন West Bengal Weather: তাপপ্রবাহের পর এবার ঘূর্ণাবর্ত, প্রভাবিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বেশকিছু রাজ্য
এপ্রসঙ্গে আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করার জন্য যোগ্য হন এবং এখন পর্যন্ত আবেদন না করে থাকেন, তাহলে অতি শীঘ্রই আপনার নাম পিএম কিষানের পোর্টাল থেকে নথিভুক্ত করিয়ে নিন। কারণ আর কয়েকদিনের মধ্যেই পিএম কিষানের পরবর্তী কিস্তি আসতে চলেছে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে।
এগুলো পড়ুন
Summer Classes: সোমবার থেকে কি স্কুল-কলেজ খুলবে? দেখে নিন কি জানাচ্ছে নবান্ন
100 Rupee Coin: বাজারে আসছে ১০০ টাকার নতুন কয়েন, দেখে নিন কেমন দেখতে
Rain in Kolkata: অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া দফতর
Hottest City Record: পৃথিবীর উষ্ণতম শহরের তালিকায় শীর্ষস্থান দখল করলো পশ্চিমবঙ্গের এই শহর