Second Summer Vacation: খুলেছে স্কুল কিন্তু গরম থেকে রেহাই নেই! এমন পরিস্থিতিতে আবার গরমের ছুটি পড়বে নাকি?

আজ অর্থাৎ ১৫ই জুন, বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে সরকারি স্কুলের পঠন-পাঠন। একদিক থেকে বলতে গেলে, গরম এবং তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে দিয়েই এবছরের গরমের ছুটি শেষ হলো। রাজ্যের বেশকিছু জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে এখনো রেহাই পাওয়া যায়নি গরমের হাত থেকে।

খুলেছে স্কুল কিন্তু গরম থেকে রেহাই নেই! এমন পরিস্থিতিতে আবার গরমের ছুটি পড়বে নাকি?

এমন পরিস্থিতে রাজ্যের শিক্ষা মহলে আবার উঠছে নানা ধরণের প্রশ্ন। বর্তমানে অনেকের মনেই প্রশ্ন উঠছে যে, গরমের কারণে আবার গরমের ছুটি পড়বে কি না? এপ্রসঙ্গে জানিয়েদি যে, এবছর আবার গরমের ছুটে পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ প্রত্যেক বছর সাধারণত একবার করেই গরমের ছুটি পরে।

তাছাড়া এবছর গরমের কারণে ইতমধ্যেই দেড়-দু মাসের মতো সসরকারি স্কুল গুলি বন্ধ ছিল। এমন পরিস্থিতে আবার গরমের ছুটি জারি করতে চাইবে না রাজ্য সরকার। তবে গরম এবং তাপপ্রবাহ অতিরিক্ত বেড়ে গেলে হয়তো এপ্রিল মাসের মতনই সপ্তাহ খানেকের জন্য অস্থায়ী ছুটি জারি করতে পারে রাজ্য প্রশাসক তথা শিক্ষা দফতর।

এটাও পড়ুন WB Govt School: বাতিল টিফিনের ছুটি, সরকারি স্কুলগুলিতে শনিবার নেওয়া হবে অতিরিক্ত ক্লাস! জেনে নিন বিস্তারিত

এবিষয়ে অন্যদিকে শিক্ষা মহলের এক অংশ দাবি করছে যে, সকালে স্কুল শুরু করা হোক। এক্ষেত্রে সকালে স্কুল করা গেলে একদিকে যেমন পড়ুয়ারা গরমের হাত থেকে রেহাই পেয়ে যাবে তেমন অন্যদিকে স্কুল বন্ধ করারও আর কোনও প্রশ্ন আসবে না।

এটাও পড়ুন Ration Card: বিনামূল্যে রেশন পান? সতর্ক হয়ে যান, খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

তবে মর্নিং স্কুল তথা সকালে স্কুল করার একদিকে যেমন কিছু সুবিধা রয়েছে তেমন অন্যদিকে রয়েছে বেশ কয়েকটি অসুবিধা। এক্ষেত্রে সবথেকে মূল অসুবিধাটি হলো শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে। প্রসঙ্গত সকালে স্কুল করলে দূরে অবস্থিত শিক্ষক-শিক্ষিকাদের সকাল সকাল স্কুলে পৌঁছতে অসুবিধা হবে

এটাও পড়ুন PM Kisan: চাষীদের জন্য দারুন সুখবর! আগামী সপ্তাহেই অ্যাকাউন্টে আসবে পিএম কিষানের ২০০০ টাকা

এছাড়া সকালে স্কুল করলে পঠন-পাঠনের টাইম তথা ক্লাসের সময়ও কমে যাবে। যার ফলে সময়ের মধ্যে পড়ুয়াদের সিলেবাস শেষ করা অসম্ভব হয়ে উঠবে। এমনিতেই বর্তমানে স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে যে, সময়ের মধ্যে সিলেবাস শেষ করার জন্য বিদ্যালয় গুলিকে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হবে।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment