অবশেষে দীর্ঘ ছুটির পর আজ পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে শুরু হয়েছে পঠন-পাঠন। তবে এই দীর্ঘ ছুটির কারণে বর্তমানে পড়ুয়াদের পাঠ্যক্রম নিয়ে চিন্তিত অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা। শিক্ষা মহলে ইতিমধ্যেই পড়ুয়াদের, সময়ে সিলেবাস শেষ করা নিয়ে প্রশ্ন উঠেছে।

এবিষয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুল খোলার আগে নির্দেশ দেওয়া হয়েছিল যে, স্কুল খোলার পর ছাত্র-ছাত্রীদের সিলেবাস সময়ের মধ্যে শেষ করার জন্য বিদ্যালয় তথা বিদ্যালয়ের প্রধান এবং শিক্ষক-শিক্ষিকাদের প্ৰয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এক্ষেত্রে জানানো হয়েছিল যে, স্কুল খোলার পর পড়ুয়াদের সিলেবাস শেষ করার জন্য অতিরিক্ত ক্লাস নিতে হবে। তবে এখন আসল প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত ক্লাস নেওয়ার সময় কোথায়। প্রসঙ্গত বর্তমানে সরকারি স্কুল গুলি সকাল ১০ টা ৪০ থেকে শুরু হয় এবং বিকাল ৪ টে ৩০ পর্যন্ত চলে। এর মাঝে ৪০ মিনিটের একটি টিফিন টাইম থাকে।
এটাও পড়ুন Ration Card: বিনামূল্যে রেশন পান? সতর্ক হয়ে যান, খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
এই রুটিনে অতিরিক্ত ক্লাস নেওয়ার তেমন কোনও সুযোগ নেই, এক্ষেত্রে অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য হয় তাড়াতাড়ি স্কুল শুরু করতে হবে অথবা দেরিতে ছুটি দিতে হবে। যা বিশেষজ্ঞদের মতে মোটেই ঠিক হবে না। একটানা ৬-৭ ঘন্টার ক্লাস নেওয়া পড়ুয়াদের জন্য ঠিক হবে না।
এমন অবস্থায় রাজ্যের বেশকিছু স্কুল তথা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শনিবার অতিরিক্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত উঠে আসছে। এবিষয়ে ইতিমধ্যেই বেশকিছু স্কুলে শনিবার অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। জনানো হয়েছে যে, শনিবারে টিফিনে ছুটি হওয়ার পরিবর্তে অন্যান্য দিনের মতনই বৈকাল ৪ টে ৩০ পর্যন্ত ক্লাস চলবে।
এটাও পড়ুন PM Kisan: চাষীদের জন্য দারুন সুখবর! আগামী সপ্তাহেই অ্যাকাউন্টে আসবে পিএম কিষানের ২০০০ টাকা
তবে এই অতিরিক্ত ক্লাসের সমস্যাটার সমাধান মিললেও বর্তমানে গরমের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। এবিষয়ে বর্তমানে রাজ্যের শিক্ষা মহলে দাবি উঠছে সকালে স্কুল শুরু করার।