Aadhaar Card: এটাই শেষ সুযোগ! এখনই আধার কার্ডের এই কাজটি না করলে পড়বেন বিরাট সমস্যায়

হাতে আর মাত্র সপ্তাহ খানেকের মতো সময়, এর মধ্যেই করতে হবে আধার কার্ডের জরুরি একটি কাজ। নাহোলেই পড়বেন বিরাট সমস্যায়, খসাতে হবে গ্যাঁটের কড়ি। আমরা খানে মূলত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার কথা বলছি। এপ্রসঙ্গে আগামী ১৪ই জুনের মধ্যে আপনি এই কাজটি না করতে পারলেই খসাতে হবে গ্যাঁটের কড়ি।

এটাই শেষ সুযোগ! এখনই আধার কার্ডের এই কাজটি না করলে পড়বেন বিরাট সমস্যায়

আধার সংস্থা UIDAI উদ্যোগে বর্তমানে বিনামূল্যে করা যাচ্ছে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট। আপনি বর্তমানে বাড়িতে বসেই বিনামূল্যে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন। এই সুবিধা গত ১৫ মার্চ থেকে শুরু হয়েছে যা আগামী ১৪ই জুন পর্যন্ত চলবে। এরপর আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য দিতে হবে আবেদন চার্জ, গুনতে হবে গ্যাঁটের কড়ি।

প্যান-আধার লিঙ্ক করার ব্যাপারটা তো নিশ্চয় জানেন, ঠিক তেমনি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার কাজটিও প্রথমে বিনামূল্যে করে নেওয়া সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার। এবিষয়ে কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হয়েছে যে, শীঘ্রই ১০ বছরের পুরানো আধার কার্ড আপডেট করতে নিতে হবে। তবে আপনি হয়তো হাবছেন যে, আপনার আধার কার্ড ১০ বছরের পুরানো নয় তাই কোনও কিছু করার দরকার নেই। তবে বিষয়টা এতটা সহজ নয়

এটাও পড়ুন Air Conditioner: এসি আছে বাড়িতে? এই নিয়মগুলি না মানলেই দিতে হবে হাজার হাজার টাকার জরিমানা

এবিষয়ে জানিয়ে রাখি যে, এখন আপনি যদি আপনার আধার কার্ড বিনামূল্যে আপডেট করে নেন তাহলে আপনাকে আগামী ১০ বছরের জন্য আধার কার্ড আপডেট করার কথা ভাবতে হবে না। কিন্তু আপনি যদি এখন বিনামূল্যে আধার কার্ড আপডেট না করেন তাহলে আপনাকে ৩-৪ বছর পর গিয়ে আধার কার্ড আপডেট করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে আধার কার্ড আপডেট করার জন্য দিতে হবে ফি

এটাও পড়ুন College Admission Date: এই দিন থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির পক্রিয়া! দিন-ক্ষণ জানিয়ে দিলো উচ্চশিক্ষা দফতর

এক্ষেত্রে এখনই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে সবার প্রথমে মাই আধার পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/ এ গিয়ে আপনার আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর মাই আধার ড্যাশবোর্ডের নিচের দিকে গিয়ে Document Update বিকল্পে ক্লিক করে Next বিকল্পে করতে হবে।

এটাও পড়ুন Summer Vacation Ending: শেষ হলো গরমের ছুটি! এই দিন থেকে খুলেছে সরকারি স্কুলগুলি

এরপর আপনার আধার কার্ডের সমস্ত তথ্য যেমন নাম, ঠিকানা ইত্যাদি চলে আসবে। তথ্য গুলি ঠিক হলে Next বিকল্পে করতে আপনার নাম-ঠিকানার নথি আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি আপলোড করতে পারেন।

Author
টিম বাংলারশিক্ষা

Leave a Comment